ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নড়াইলে মাদকবিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৯:৩৯, ৫ মার্চ ২০২০

নড়াইলে মাদকবিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৪ মার্চ ॥ নড়াইল সদরের চাঁচড়া নফেল উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে মাদকবিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পিটু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ছায়েম আলী খান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পু-রিক বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ মার্চ ॥ মুজিববর্ষ উপলক্ষে শেরপুর জেলায় ১০০ ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগে কওমি মাদ্রাসার ছাত্রদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের তুলসীমালা সম্মেলন কক্ষে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ সময় তিনি মাদ্রাসার ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুবই ভাল উদ্যোগ। মাদ্রাসার ছাত্ররা শুধু ইমামতি বা শিক্ষকতা ছাড়াও যাতে প্রযুক্তিগত বিষয়ে দক্ষ হয়ে স্বাবলম্বী হতে পারেন, এটিই এ প্রকল্পের উদ্দেশ্য। এজন্য জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
×