ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ কাজে বাধা দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৯:৩৮, ৫ মার্চ ২০২০

বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ কাজে বাধা দেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৪ মার্চ ॥ বুড়িগঙ্গা তীরের চরওয়াশপুরে নদীর জায়গা ভরাট করে দখলের অভিযোগে মায়িশা পাওয়ার প্লান্টে দ্বিতীয় দিনেরমতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার বেলা ১০টার দিকে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ। বেলা সোয়া ১১টার দিকে দলবল নিয়ে সেখানে উপস্থিত হন মায়িশা পাওয়ার প্লান্টের মালিক ও ঢাকা ১৪ আসনের এমপি আসলামুল হক। এ সময় তিনি কর্মকর্তাদের উচ্ছেদ অভিযান বন্ধ করতে বলেন। তবে তার বাধা উপেক্ষা করেই উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সাংসদ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যৌথ জরিপের কথা বলে যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, তাকে সেই কাগজ না দেখালে কাজ বন্ধ থাকবে। তিনি কাজ করতে দেবেন না। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যুতের পাওয়ার প্লান্ট তাকে অনাপত্তি দিয়ে বিআইডব্লিউটিএ। আবার তারাই বিনা নোটিসে তার জায়গায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আধঘণ্টা অবস্থানের পর তিনি দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ও ঢাকা নদী বন্দরের প্রধান কর্মকর্তা একেএম আরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, সাংসদের প্রতিষ্ঠানকে যে জায়গা ব্যবহার করার জন্য তারা অনাপত্তি দিয়েছেন, সেই জায়গাতে তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন না। সংসদ সদস্য নদীর যে জায়গা ভরাট করেছেন, সেই জায়গা উদ্ধারে অভিযান চলছে।
×