ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছয়

প্রকাশিত: ০৯:৩৭, ৫ মার্চ ২০২০

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছয়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় রাসেল বাহিনীর হামলায় মিলন মিয়াজী পরিবারের ছয় জন আহত হয়েছেন। বুধবার উপজেলার রসুলপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে তিন জনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিন জনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে আলমের (৩৫) দুই পায়ের রগ কেটে ফেলেছে, জামসেদের (৫০) হাত-পা ভেঙ্গে ফেলেছে এবং হাসানের (৩০) একটি হাত ভেঙ্গে ফেলা হয়েছে। তারা এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে মিয়াজী ও ফিরোজী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। রাসেল ফিরোজী গ্রুপের। তারা বুধবার মিলন মিয়াজীর বাড়িতে হামলা চালায়। তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, রাসেল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে গজারিয়া থানায় নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। গত কয়েক দিন আগেও তার বিরুদ্ধে গজারিয়া থানায় মারামারি মামলা হয়েছে। এছাড়া রাসেল একাধিক মামলায় কোর্ট থেকে জামিনে রয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। কেউ কোন অভিযোগ নিয়ে এখনও থানায় আসেননি।
×