ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারীর কোপে কৃষিবিদ আহত

প্রকাশিত: ০৯:৩৬, ৫ মার্চ ২০২০

ছিনতাইকারীর কোপে কৃষিবিদ আহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদকে কুপিয়েছে ছিনতাইকারীরা। তারা ওই কর্মকর্তার কাছ থেকে টাকা ও মোবাইল-মালামাল ছিনিয়ে নেয়। বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম ড. মোঃ নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। আহতের স্ত্রী শহীনা ও এলাকাবাসী জানান, চাঁপাইনবাবগঞ্জের নিজ কর্মস্থল থেকে ট্রেনযোগে গাজীপুরের বাসায় ফিরছিলেন কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম। বুধবার ভোরে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে বাসযোগে বাসার কাছে জয়দেবপুর-ঢাকা সড়কের চান্দনা এলাকার পদ্মা রোডে নামেন। এ সময় মোটরসাইকেল আরোহী দু’ছিনতাইকারী এসে তার পথরোধ করে এবং চাপাতি দিয়ে বাম পায়ে কোপ দেয়। এতে নজরুল আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও হেয়ার এইডসহ বিভিন্ন মাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আহতকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঝিনাইদহে নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ মার্চ ॥ ঝিনাইদহের নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সেসময় শহরের চাকলাপাড়া ও ক্যাসেল ব্রিজ সংলগ্ন টিনের ঘর, পাকা-আধাপাকা দোকান ঘর গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।
×