ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে মাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিল ছেলে

প্রকাশিত: ০৯:৩৫, ৫ মার্চ ২০২০

দিনাজপুরে মাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিল ছেলে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চিরিরবন্দরে বৃদ্ধ মাকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মা চিরিরবন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ম-লপাড়া এলাকায়। এ অভিযোগে মৃত নুরুল হকের স্ত্রীর জবেদা বেওয়া (৬৫) মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে ছেলে আব্দুল সালাম (৪০), ছেলের স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও বউয়ের বোন হাবিবা খাতুনকে (৩৮) দায়ী করেছেন ওই মা। এ ব্যাপারে জবেদা বেওয়া বলেন, তার ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে বেশ কয়েকবার পারিবারিক বিষয় নিয়ে বিবাদ চলে আসছিল। এসবের জের ধরে এর আগেও ছেলে ও ছেলের বউ তাকে বেশ কয়েকবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আবারও ঝগড়া লাগলে এ সময় ছেলের বউ একটি বাঁশের লাঠি দিয়ে তার ঘাড়ে, পিঠে, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারে। তার চিৎকারে নাতি এগিয়ে এলে তাকেও মারে। পরে দুজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ছেলে বলে, এবারের মতো বেঁচে গেলি। সুযোগ পেলে হাত-পা ভেঙ্গে লাশ বানিয়ে রাখব। পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে, এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এর পরিণতি ভাল হবে না। জীবনের স্বাদ চিরতরে মিটায়ে দেব। এ ব্যাপারে জবেদা বেওয়া বলেন, ছেলে আমাকে বলে আমি তোকে চিনি না। আমার ঘরে ছিটকিনি লাগিয়ে আমাকে বাইরে রাখছে। এখন আমার টয়লেটের দরজায় তালা ঝুলিয়ে রাখছে। আমি এসবের বিচার চাই। এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, এরকম একটি অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দিয়ে আপাতত ওই মাকে ঘরে ঢুকিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী বুধবার মা, ছেলে, ছেলের স্ত্রী ও তার শ্যালিকাকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এরপরেও সুরাহা না হলে আইনী পদক্ষেপ নেয়া হবে।
×