ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়;###;একাদশ অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০;###;সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১২:২৪, ৪ মার্চ ২০২০

অষ্টম শ্রেণির পড়াশোনা

শিক্ষক হাইমচর সরকারী কলেজ, হাইমচর-চাঁদপুর। ১৮। বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যের কারণ কী? (ক) ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রভাব (খ) বিদেশি সংস্কৃতির প্রভাব (গ) বাঙালি সংস্কৃতির বিশ্বজনীনতা (ঘ) ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির অভিন্নতা। ১৯। চাকমা ভাষার সাথে নিচের কোন দুটি ভাষার গভীর সম্পর্ক রয়েছে? (ক) বাংলা ও মৈথিলী (খ) বাংলা ও ফারসী (গ) বাংলা ও ফরাসী (ঘ) বাংলা ও অহমিয়া। ২০। চাকমাদের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য- (র) বিজু উৎসব পালন করে (রর) প্রিয় খাবার বাঁশ কোড়ল (ররর) তুলনামূলকভাবে কম শিক্ষিত। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ২১। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বৈসাবী পালন করে কেন? (ক) পুরাতন বছরকে বিদায় জানাতে (খ) দেবতাদের খুশি করতে (গ) গৌতম বুদ্ধকে সম্মান জানাতে (ঘ) বাঙালি সংস্কৃতি অনুসরণ করতে। ২২। পহেলা বৈশাখের সাথে মিল রয়েছে নিচের কোন উৎসবটির ? (ক) পানি খেলা (খ) বৈসাবী (গ) ওয়ানগালা (ঘ) সোহরাই। ২৩। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ ওয়ানগালা উৎসবের আয়োজন করে কেন? (ক) নতুন বছর উপলক্ষে (খ) বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে (গ) নতুন ধান মাড়াই উপলক্ষে (ঘ) মাঘী পূর্ণিমা উপলক্ষে। ২৪। ত্রিপুরাদের কোন অনুষ্ঠানটি সকলের নিকট জনপ্রিয় ? (ক) ঝুমুর নৃত্য (খ) বাঁশ নৃত্য (গ) বোতল নৃত্য (ঘ) ঝিকা নৃত্য। ২৫। চাকমাদের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কী ? (ক) ঝুমুর নৃত্য (খ) বাঁশ নৃত্য (গ) বোতল নৃত্য (ঘ) ঝিকা নৃত্য। ২৬। কোন নৃগোষ্ঠীর পণ্য বিদেশে রপ্তানি করা হয়? (ক) খাসিয়াদের পান (খ) গারোদের আনারস (গ) মনিপুরিদের শাড়ি (ঘ) চাকমাদের পোশাক। ২৭। বাংলাদেশের কোন দিকে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর বসবাস ? (ক) উত্তর-পূর্বাংশে (খ) দক্ষিণাংশে (গ) উত্তরাংশে (ঘ) উত্তর-পশ্চিমাংশে। ২৮। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার একটি প্রধান অংশ বাস করে দক্ষিণ পূর্বাংশের কোন জেলায় ? (ক) ভোলা (খ) বান্দরবন (গ) খুলনা (ঘ) মেহেরপুর। ২৯। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী? (ক) ম্রো (খ) মাহালি (গ) কোচ (ঘ) সাাঁওতাল। ৩০। খাসিয়া ও মনিপুরিরা কোথায় বাস করে ? (ক) সিলেট (খ) চট্টগ্রাম (গ) ময়মনসিংহ (ঘ) কিশোরগঞ্জ। উত্তর ঃ ১৮(ক), ১৯(ঘ), ২০(গ), ২১(ক), ২২(খ), ২৩(গ), ২৪(গ), ২৫(খ), ২৬(গ), ২৭(ক), ২৮(খ), ২৯(ক), ৩০(ক)।
×