ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে

প্রকাশিত: ১১:৩৫, ৪ মার্চ ২০২০

দুদকের মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বাগেরহাট সোনালী ব্যাংকের প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমানকে (৫৮) কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। ব্যাংক কর্মকর্তা শেখ মুজিবর রহমান জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী প্রামের প্রয়াত শেখ হাসান আলীর ছেলে। দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়ের (বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা) আইনজীবী মিলন কুমার ব্যানার্জী বলেন, ২০১২ থেকে ১৫ সাল পর্যন্ত বাগেরহাট সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা অবস্থায় শেখ মুজিবর রহমান ও জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান বাবু পরস্পর যোগসাজশে ওই ব্যাংকের সাধারণ প্রাহকদের রাখা ১ কোটি ১ লাখ ৪৫ হাজার ৬৭৯ টাকা আত্মসাত করেন। দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পায়। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোঃ নাজমুল হাসান বাদী হয়ে ব্যাংক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমান ও জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান বাবুর বিরুদ্ধে মামলা করেন।
×