ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই শতাধিক কুকুরকে খাদ্য বিতরণ

প্রকাশিত: ১১:৩২, ৪ মার্চ ২০২০

দুই শতাধিক কুকুরকে খাদ্য বিতরণ

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ৩ মার্চ ॥ পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকুল বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে বিশ^ বন্যপ্রাণী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে সৈয়দপুরে ২ শতাধিক কুকুরকে শুকনো খাবার খাওয়ানোসহ পাখি ও পরিবেশ রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা গণস্বাক্ষর, র‌্যালি ও আলোচনা সভা করেছে সৈয়দপুর মহিলা কলেজের সম্মেলন কক্ষে। সভায় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম মুজকুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াসমিন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত সাবিনা আলম প্রমুখ। মাদক ও বাল্যবিয়ে রোধে মতবিনিময় স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মুজিববর্ষে আটোয়ারী উপজেলাকে মাদক ও বাল্যবিয়ে মুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
×