ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে অধ্যক্ষকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১১:৩১, ৪ মার্চ ২০২০

গোপালগঞ্জে অধ্যক্ষকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৩ মার্চ ॥ গোপালগঞ্জের রামদিয়া সরকারী এসকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামকে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কলেজের শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে গোপালগঞ্জের বিভিন্ন সরকারী ও বেসরকারী কলেজের শিক্ষকরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন। মানববন্ধন চলাকালে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন, সরকারী বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মহব্বত আলী, কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. এনায়েত বারী, বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আমিনুল করিম, শেখ হাসিনা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমায়ারা আক্তার, বঙ্গবন্ধু কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ আলম প্রমুখ। গত ১ মার্চ রাতে রামদিয়া সরকারী এসকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম এশার নামাজ আদায়ের জন্য তিনি তার রামদিয়ার বাসভবন থেকে মসজিদের উদ্দেশে বের হলে একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
×