ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কয়রা ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আটক দুই

প্রকাশিত: ১১:৩১, ৪ মার্চ ২০২০

কয়রা ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আটক দুই

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল নিহতের ঘটনায় স্থানীয় পুলিশ হাফিজুর রহমানের ছেলে তুহিন হোসেন ও মিলনকে আটক করেছে। রবিবার বিকেলে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাইলহারনিয়া গ্রামের আলিম মাদ্রাসার পাশে বাতিকাটা খালের ওপর ব্রিজ নির্মাণের ঢালাই কাজকে কেন্দ্র করে দুই পক্ষেও বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতা রাসেলসহ ৮ জন আহত হন। রবিবার রাতেই গুরুতর অবস্থায় হাদিউজ্জামান রাসেলকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার আবস্থার অবনতি হলে খুমেক থেকে তাকে ঢাকায় নেয়ার পথে সোমবার ভোর ৬টার দিকে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছনোর পর তার মৃত্যু হয়। অবৈধ ওষুধ তৈরি করায় একজনের কারাদ- স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় অবৈধভাবে ওষুধ তৈরির অভিযোগে খুলনায় শাহ আলম নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কারাদ- দেন। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ হারবাল ওষুধ জব্দ করা হয়। দ-াদেশপ্রাপ্ত শাহ আলমের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পাশা এলাকায়। তিনি পাঁচ-ছয় মাস ধরে মহানগরীর সুর মোহাম্মদ সড়কের জনৈক আশরাফ আলীর বাড়ি ভাড়া নিয়ে অবৈধ হারবাল ওষুধ তৈরি করে আসছিলেন।
×