ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই নেতা হত্যার প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩০, ৪ মার্চ ২০২০

দুই নেতা হত্যার প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

জাবি সংবাদদাতা ॥ নোয়াখালীর বেগমগঞ্জ ও খুলনার কয়রা উপজেলায় ছাত্রলীগের দুই নেতাকে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সামাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদফতর সম্পাদক এম মাঈনুল হোসাইন রাজন বলেন, ‘জামায়াত-শিবিরের তা-ব থেমে নেই। তারা নোয়াখালীতে আবারও আমাদের ভাইকে হত্যা করেছে। অতি দ্রুত রাকিব ও হাদীউজ্জামান রাসেলের হত্যার বিচার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের যখন কেউ খুন হয় তখন সুশীল সমাজ চুপ থাকে। ছাত্রলীগ কোন অন্যায়ের প্রতিবাদ করলে তখন সেটাকে সন্ত্রাসী তকমা দেয়া হয়।’ এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, জহিরুল ইসলাম বাবু, বায়েজিদ রানা কলিংস ও আজিজুর রহমান লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক হাসান, অভিষেক ম-ল ও পঙ্কজ কুমার দাস, উপধর্ম বিষয়ক সম্পাদক আহসান হাবীব মিরাজ ও উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। ইবি ছাত্রলীগ ইবি সংবাদদাতা জানান, নোয়াখালীতে ছাত্রলীগ কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দিকে বিশ্ববিদ্যালয়ের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করে তারা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রলীগের ও ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সহ-সম্পাদক আরাফাত সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×