ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ৬

প্রকাশিত: ১০:৫৮, ৪ মার্চ ২০২০

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে। দেশটির সিয়াটল শহরে আরও চারজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। ইরানে এ পর্যন্ত ২৩ পার্লামেন্ট সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে ইউক্রেন, সৌদি আরব, তিউনিসিয়া, মরক্কো ও সেনেগালে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিকে বিশ্বের প্রায় ৭০ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বে প্রায় ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত। চীনের বাইরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ৮০০। এর মধ্যে ৮১ শতাংশই ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালি ও জাপানের মানুষ আক্রান্ত। ইতালিতে এ পর্যন্ত মারা গেছে ৫২ জন, আক্রান্তের সংখ্যা এক হাজার আটশ’ ৩৫ জন। দেশটিতে প্রায় ১৫০ করোনা রোগী সুস্থ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। এদিকে সোমবার ইরান জানায়, করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে। সোমবার সেখানে ১২ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে ওয়াশিংটন রাজ্যে ভাইরাসটিতে দুজনের মৃত্যু হয়েছিল। এরপর আরও চারজনের মৃত্যু হওয়ায় অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা ছয় জনে দাঁড়াল। মৃতদের সবাই সিয়াটলের বাসিন্দা ছিলেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে ধরে নিয়ে পরীক্ষার আয়োজন জোরদার করে প্রস্তুতি নেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের ভাষ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৫ জনকে জাপানের ইয়োকাহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকেও আরও তিন জনকে সংক্রমণের উৎসস্থল চীনের উহান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। এর বাইরে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ায়, ২০ জন। ১৮ জন আক্রান্ত নিয়ে এরপরই আছে ওয়াশিংটন, এখানেই নভেল করোনাভাইরাসে সৃষ্ট রোগ কভিড-১৯ এ ছয় জনের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডুচিন জানান, যে ছয় জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অন্তত চার জন হয় বয়োবৃদ্ধ অথবা আগে থেকেই বিভিন্ন অসুস্থতায় ভুগছিল বা অসুস্থ বয়োবৃদ্ধ লোক ছিল। তিনি জানান, তার অধীনে যে ১৪ জন রোগী আছেন তাদের মধ্যে আট জন সিয়াটলের কার্কল্যান্ড এলাকার একটি নার্সিং স্থাপনায় ছড়িয়ে পড়া প্রাদুর্ভাব থেকে আক্রান্ত হয়েছেন, এখানে আক্রান্তদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। এরপরও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের করোনভাইরাসজনিত ঝুঁকি এখনও কম। ঝুঁকির মাত্রা বাড়াল ইইউ ॥ বিশ্বে করোনাভাইরাসের বিস্তার এবং মৃত্যু বাড়তে থাকায় এ ভাইরাস সংক্রমণের ঝুঁকি ‘মধ্যম’ থেকে ‘উচ্চ’ পর্যায়ে বৃদ্ধি করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রোগ নিয়ন্ত্রণ সংস্থা। বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। ১৮টি ইইউ সদস্যদেশে আক্রান্ত হয়েছে দুই হাজার একশ’রও বেশি মানুষ। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১৫০। এ অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (ইসিডিসি) একটি বিবৃতি ইস্যু করে ইউরোপীয়দের জন্য এ ভাইরাস সংক্রমণের ‘উচ্চ’ ঝুঁকি বিরাজ করছে বলে জানিয়েছে। এর আগে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও ইসিডিসির উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি ‘মধ্যম থেকে এখন উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে। ‘অন্য কথায় বলতে গেলে, ইউরোপীয় ইউনিয়নের লোকজনদের মধ্যে করোনাভাইরাস ছড়াচ্ছেই’, বলেন তিনি। ভারতজুড়ে আতঙ্ক, ১১ জনের শরীরে করোনাভাইরাস ॥ ক্রমশ ভারতেও বাড়ছে করোনাভাইরাসের আতঙ্ক। দেশটির আগরার একটি পরিবারের ৬ সদস্যের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। পরিবারের দুই ছেলে সম্প্রতি ইতালি গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। আগরার এই পরিবারের ৬ সদস্যকে নিয়ে ভারতে মোট ১১ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনাভাইরাস। এর আগে চীন থেকে ভারত ফেরা কেরলের ৩ শিক্ষার্থী এবং দিল্লী ও তেলেঙ্গানা থেকে মোট ২ জনের শরীরে করোনাভাইরাস মেলে।
×