ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমন সংগ্রহের সময় বাড়ল

প্রকাশিত: ১০:০৭, ৪ মার্চ ২০২০

আমন সংগ্রহের সময় বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে আমন ধান ও চাল সংগ্রহের সময় ৫ মার্চ পর্যন্ত বাড়ল। সময় বাড়িয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি আমন সংগ্রহের সময় শেষ হয়েছে। গত ২০ নবেম্বর থেকে ধান ও ২ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়েছিল। গত বছরের ৩১ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ৬ লাখ টন আমন ধান কিনবে সরকার। একই সঙ্গে ৩৬ টাকা দরে সাড়ে ৩ লাখ টন চাল ও ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে। পরে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও কিছুটা বাড়ানো হয়।
×