ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এডিপি থেকে ১০ হাজার কোটি টাকা কাটছাঁট হচ্ছে

প্রকাশিত: ১০:০৬, ৪ মার্চ ২০২০

এডিপি থেকে ১০ হাজার কোটি টাকা কাটছাঁট হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপির বৈদেশিক সহায়তার বরাদ্দ থেকে কাটছাঁট হচ্ছে ৯ হাজার ৮শ’ কোটি টাকা। মন্ত্রণালয় ও বিভাগগুলো কাক্সিক্ষত অর্থব্যয় করতে না পারায় এই কাটছাঁট। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলছেন, টাকার অঙ্কে গতবারের চেয়ে এ খাতে কিছুটা বেশি কাটছাঁট হলেও এবার বৈদেশিক সহায়তার বরাদ্দ স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ। তবে অর্থনীতিবিদের মতে, সুষ্ঠুভাবে এ অর্থ ব্যবহারে আশানুরূপ অগ্রগতি হয়নি। মন্ত্রণালয় ও বিভাগগুলোর চাহিদার ভিত্তিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ দেয়া থাকে জাতীয় বাজেটে। তবে শেষ দিকে প্রতিবছরই সেই হিসাবে কাটছাঁট হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। এডিপির বৈদেশিক সহায়তা থেকে কাটছাঁট করা হচ্ছে ৯ হাজার ৮শ’ কোটি টাকা। সদ্য সাবেক ইআরডি সচিব বলেন, এডিবি করার সময় সকল মন্ত্রণালয়ের চাহিদা নির্ধারণ করে একটি বরাদ্দ ঠিক করা হয়। এবার কাটছাঁটের পর এডিপিতে বৈদেশিক সহায়তায় যে বরাদ্দ দেয়া হচ্ছে তা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব।
×