ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ বছরে বিদ্যুত খাতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় সরকার

প্রকাশিত: ১০:০৬, ৪ মার্চ ২০২০

পাঁচ বছরে বিদ্যুত খাতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী পাঁচ বছরে বিদ্যুত উৎপাদন, বিতরণ ও সঞ্চালন ব্যবস্থায় ৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনতে চায় সরকার। এ জন্য বড় নির্ভরতা সরকারী উৎস ও বিদেশী বিনিয়োগ। অন্যদিকে, তুলনামূলক বেশি নজর দেয়া হয়েছে উৎপাদন বাড়াতে। বিশেষজ্ঞরা বলছেন, সমানতালে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় জোর না দিলে আবারও উদ্বৃত্ত বিদ্যুতের ফাঁদে পড়বে এই খাত। দেশী বিদেশী বিনিয়োগে বড় অবকাঠামো উন্নয়নে রেকর্ড গড়েছে বিদ্যুত খাত। ২০০৯ থেকে পরের ১০ বছরে উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে ১৫ হাজার মেগাওয়াট। যাতে কমবেশি বিনিয়োগ করতে হয়েছে ২০ বিলিয়ন ডলার বা পৌনে দুই লাখ কোটি টাকা। এছাড়া, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার উন্নয়নেও খরচ হয়েছে মোটা অঙ্কের টাকা। কিন্তু নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভাংতে যাচ্ছে পুরনো সব রেকর্ড। ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত আট প্রতিষ্ঠান এবং সংস্থার অধীনে ১৯ হাজার ৩৬৩ মেগাওয়াট ক্ষমতা বাড়াতে খরচের পরিকল্পনা পৌনে তিন লাখ কোটি টাকা। সে হিসেবে প্রতি বছর যা দাঁড়াবে ৫৫ হাজার কোটিতে। আর মোট বিনিয়োগের চার ভাগের তিনভাগই আনার লক্ষ্য সরকারী উৎস থেকে। অথচ বিদ্যুত খাতের কয়েক বছরের পর্যালোচনা বলছে, এর অর্ধেকও আসা সম্ভব নয় বাজেট বরাদ্দের মাধ্যমে। পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, অর্থের জন্য বিদ্যুত খাতে বিনিয়োগ বন্ধ থাকবে না। উৎপাদনের পাশাপাশি সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার উন্নয়নেও রেকর্ড টাকা খরচ করতে চায় সরকার। উদ্দেশ্য, উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বিক্রি করা। বিশ্লেষণ বলছে, প্রায় সমপরিমাণ অর্থ বিনিয়োগের দরকার হয় ওই খাতে। অথচ, উৎপাদনের জন্য পৌনে তিন লাখ কোটি রাখা হলেও, সঞ্চালন-বিতরণে থাকছে দেড় লাখ কোটি। এর মধ্যে সঞ্চালনে থাকছে, বিতরণ বরাদ্দের এক তৃতীয়াংশ। বিদ্যুত ও জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, আগামী ৫ বছরে ৫ হাজার কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা খুবই কম।
×