ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বদেশ দাস গুপ্তর গ্রন্থ সংকলন ‘বঙ্গবন্ধুর উদ্ধৃতি’

প্রকাশিত: ১৩:২৩, ৩ মার্চ ২০২০

স্বদেশ দাস গুপ্তর গ্রন্থ সংকলন ‘বঙ্গবন্ধুর উদ্ধৃতি’

সংস্কৃতি ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম থেকে প্রকাশ হয়েছে তরুণ লেখক স্বদেশ দাস গুপ্ত সংকলিত গ্রন্থ ‘বঙ্গবন্ধুর উদ্ধৃতি’। বইটি প্রকাশ করেছে খড়িমাটি প্রকাশনী চট্টগ্রাম। বইয়ের প্রচ্ছদ করেছেন মনিরুল মনির। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বইটি জাতীর পিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে। বইটিতে বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তব্য ও আলোচনা থেকে বিভিন্ন উদ্ধৃতি সংকলন করা হয়েছে। বঙ্গবন্ধুকে যারা ভালবাসেন তাদের সংগ্রহে রাখার মত একটি বই। বইটির মুল্য রাখা হয়েছে ১৭০ টাকা। স্বদেশ দাশগুপ্ত জন্ম চট্টগ্রামের রাউজান এলাকার দক্ষিণ সুলতানপুরের ছিটিয়াপাড়ায় ১৯৭৭ সালের ১৪ ডিসেম্বর। তার পিতার নাম মন্টুরাম দাশ গুপ্ত। মাতার নাম আভা রেখা দাশগুপ্ত। তিনি ব্যক্তিগত জীভনে বিএসসি অনার্স এমএসসি (ফিশারীজ) ডিগ্রীধারী একজন লেখক। ‘বঙ্গবন্ধুর উদ্ধৃতি’ বইটি প্রসঙ্গে সংকলক স্বদেশ দাস গুপ্ত বলেন জাতির পিতাকে যখন থেকে আমি অনুধাবন করতে শিখেছি উপলব্ধি করতে শিখেছি তখন থেকেই বঙ্গবন্ধুর তেজোদ্দীপ্ত ভাষণ কথা বলার ভঙ্গি আমাকে সর্বক্ষণ অনুপ্রাণিত করে রাখত। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা। তিনি পৃথিবীর বুকে বাংলাদেশের সৃষ্টির মহানায়ক। বঙ্গবন্ধু জীবনে কখনো পথ হারিয়ে ফেললে কখনো গতি হারিয়ে ফেললে আপনারা জাতির পিতার ভাষণ বাণীগুলো অন্তর দিয়ে অনুধাবন করবেন দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবেন দেশের মানুষের প্রতি ভালবাসা তৈরি হবে। জাতির পিতার এই উদ্ধৃতিগুলো অনুধাবন করলে আপনার চেতনা জাগ্রত চেতনায় পরিণত হবে। জীবনে কখনো ভেঙ্গে পড়বেন না, পিছিয়ে পড়বেন না, জীবনে প্রাণ শক্তি সঞ্চার করবেন। যে কোন কাজে আপনার মনের জোর অনেকগুণ বেড়ে যাবে। এমনটাই বিশ্বাস করেন এই গ্রন্থের সংকলক।
×