ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ভাওয়াইয়া উৎসব

প্রকাশিত: ১৩:২২, ৩ মার্চ ২০২০

কুড়িগ্রামে ভাওয়াইয়া উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কুড়িগ্রামের সহযোগিতায় কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের আয়োজন করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গনে দুইদিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোঃ বদরুল আনম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এবং কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন ম ল। উদ্বোধনী আলোচনা শেষে বিকেলে সাংস্কৃতিক পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ডালিম কুমার, দুলাল বসাক, রতœা, রহিম, উর্মি, ঝিমি, পঞ্চানন, সাজু, ভবতরণ বর্মণ, শিবলী সাদিক আতিক, নাজমুল হুদা, মদন মোহন রায়, জাহাঙ্গীর হোসেন জিহাদ, পুতুল রায়, সীমান্ত, নিশি, জাকির, ভূপতি ভূষন বর্ষা, মিলন ও পারুল, জীবন পাল, দয়া, সজিব, রাজ কুমার বর্মণ ও রহিমা কলিতা বেগম। সমবেত সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা, জেলা শিল্পকলা একাডেমি কুড়িগ্রামের শিল্পীরা। সমবেত নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি রংপুরের নৃত্যশিল্পীবৃন্দ। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভাওয়াইয়া উৎসবের উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আজহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এবং বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কুড়িগ্রাম সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। আলোচনা শেষে বিকাল ৪টা থেকে মনোজ্ঞ ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়।
×