ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিবর্তন যশোরের মঞ্চ নাট্যমেলার সমাপনী

প্রকাশিত: ১৩:২০, ৩ মার্চ ২০২০

বিবর্তন যশোরের মঞ্চ নাট্যমেলার সমাপনী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘সৃজনে সংগ্রামে স্বপ্নগাথা, মুক্তিপাক মানবতা’ সেøাগানে যশোরে শনিবার তিনদিনের মঞ্চ নাট্যমেলা শেষ হয়েছে। দেশের ঐতিবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর তাদের নিজস্ব তিনটি প্রযোজনা নিয়ে এ মেলার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্যমেলার উদ্বোধন করেন প্রবীণ বাউল শিল্পী আলাউদ্দিন ফকির। প্রথমদিন মঞ্চায়িত হয় দর্শকনন্দিত নাটক ‘মাতব্রিং’। শেষদিন শনিবার নাটক ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’ মঞ্চস্থ হয়। দুটি নাটকের রচয়িতা সাধনা আহমেদ ও নির্দেশক ইউসুফ হাসান অর্ক। নাটকের কণ্ঠ ও বাদ্যযন্ত্রে ছিলেন শ্রাবণী ব্যানার্জী, সজীব বিশ্বাস, শারমিন, মৃন্ময় ও পলাশ। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় সাধনা আহমেদ রচিত নাটক ‘মাতব্রিং’। নাটকের নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। সঙ্গীতে ছিলেন মৌসুমী আক্তার বন্যা ও কমল বিশ্বাস। শুক্রবার মঞ্চস্থ হয় নাটক ‘কৈবর্তগাথা’। নাটকটির রচয়িতা আব্দুল্লাহেল মাহমুদ এবং নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। সহকারী নির্দেশনা ও মঞ্চ ব্যবস্থাপনায় দেবাশীষ ভট্টাচার্য পলাশ, মঞ্চ ও আলোক নির্দেশনায় ফয়েজ জহির, পোশাক পরিকল্পনায় নায়লা আজাদ নূপুর, সঙ্গীত পরিবেশনে পরিমল মজুমদার। এছাড়াও আলোক প্রক্ষেপণে সাঈফ, নৃত্যে-তাসনিম এশা এবং কণ্ঠ ও বাদ্যযন্ত্রে শ্রাবণী ব্যানার্জী, সজীব বিশ্বাস, শারমিন, পিয়াস, মৃন্ময় ও পলাশ। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিবর্তনের উপদেষ্টা কলামিস্ট আমজাদ হোসেন, অর্চনা বিশ্বাস, নাট্যজন দীপঙ্কর দাস রতন, আব্দুল আফফান ভিক্টর, দিলীপ সাহা, প্রদীপ চক্রবর্তী ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল। স্বাগত বক্তব্য দেন বিবর্তনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি এবং অনুষ্ঠান সঞ্চালনায় সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন। সংগঠনের সভাপতি সানোয়ার আলম খান দুলু জানান, মঞ্চ নাট্য চর্চায় রয়েছে নানা ধরনের সঙ্কট ও সীমাবদ্ধতা। বিবর্তন যশোর এসব সমস্যা মোকাবেলা করে দীর্ঘ তিন দশক ধরে পথ চলা অব্যাহত রেখেছে। প্রগতি ও বাঙালী সংস্কৃতির ধারা দুর্বার গতিতে এগিয়ে নেয়া আমাদের স্বপ্ন।
×