ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা মোদির

প্রকাশিত: ১২:৫৩, ৩ মার্চ ২০২০

সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা মোদির

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আচমকা স্যোশাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। আগামী ৮ মার্চ থেকেই তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন। সোমবার রাতে খোদ একথা জানিয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন সে ব্যাপারে খোলাসা করে কিছুই জানাননি তিনি। খবর এনডিটিভির। নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় বিশ্বে জনপ্রিয় মুখ। শুধু ফেসবুক পেজেই লাইকের সংখ্যার হিসাবে তার চেয়ে পিছিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের মতো নেতাও। টুইটারে মোদির অনুসারীর সংখ্যা ৫ কোটি ৩৩ লাখ, ফেসবুকে ৪ কোটি ৪০ লাখ এবং ইনস্টাগ্রামে ৩ কোটি ৫২ লাখ। ২০১৪ লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসার পর থেকে দু’একবারই সাংবাদিক সম্মেলন করেছেন নরেন্দ্র মোদি। তা নিয়ে সমালোচনারও শিকার হয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় মোদি তার সমর্থকদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে গর্ব করেন। এবার সেই সোশ্যাল মিডিয়াই ছেড়ে দেয়ার জল্পনা উস্কে দিলেন তিনি। সোমবার মোদির কার্যালয়ের টুইটার এ্যাকাউন্ট থেকে করা টুইটে বলা হয়েছে, ‘এই রবিবার, ভাবছি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের সব এ্যাকাউন্টই ছেড়ে দেব। এ বিষয়ে বিস্তারিত পরে পোস্ট করে জানাব।’
×