ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইপিএলে টটেনহ্যামের হার, ম্যানইউর ড্র

প্রকাশিত: ১২:৩৭, ৩ মার্চ ২০২০

ইপিএলে টটেনহ্যামের হার, ম্যানইউর ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে আবারও পরাজয়ের স্বাদ পেল টটেনহ্যাম হটস্পার। রবিবার উলভারহাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে জোশে মরিনহোর শিষ্যরা। এর ফলে ইংলিশ প্রিমিয়ার লীগের ষষ্ঠ স্থানে উঠে গেছে উলভারহাম্পটন। অন্যদিকে হারের ফলে সপ্তম স্থানে নেমে গেছে স্পার্শরা। টটেনহ্যাম হটস্পারের পরাজয়ের দিনে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড এদিন ১-১ ব্যবধানে ড্র করেছে লীগ টেবিলের মাঝের সারিতে থাকা এভারটন। ইউরোপা লীগে ক্লাব ব্রুজকে ৫-০ গোলে হারানো দল থেকে এদিন পাঁচ পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ উলে গানার সোলসজায়ের। একাদশে ফেরা গোলরক্ষক ডি গিয়ার মারাত্মক ভুলে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে সফরকারীরা। নিজেদের ডি-বক্সের সামনে থেকে ডি গিয়াকে ব্যাক পাস দিয়েছিলেন হ্যারি ম্যাগুইয়ার। বল নিয়ন্ত্রণে রেখে কিছুটা দেরিতে শট নেন গোলরক্ষক। খুব কাছে এসে পা বাড়িয়ে দেন এভারটনের ডমিনিক ক্যালভার্ট-লেউইন। তার পায়ে লেগে বল আশ্রয় খুঁজে নেয় ফাঁকা জালে। সপ্তম মিনিটে নেমানিয়া মাতিচের বাঁ পায়ের শট পোস্টে লাগলে সমতায় ফেরা হয়নি ইউনাইটেডের। ১০ মিনিটে এ্যান্থনি মার্শালের শট, একটু পর মাতিচের আরেকটি প্রচেষ্টাও ব্যর্থ হয়। তবে ৩১ মিনিটে ফের্নান্দেসের গোলে সমতার স্বস্তি ফেরে ইউনাইটেডের শিবিরে। ডি-বক্সের বাইরে থেকে পর্তুগীজ মিডফিল্ডারের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার হাতে লেগে বল জালে জড়ায়। বিরতির পর ৫৮তম মিনিটে ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি এভারটনের। গিলফি সিগুর্দসনের ফ্রি-কিক ফিরে আসে পোস্টে লেগে। শেষদিকে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফের্নান্দেসের শট ফিরিয়ে দেন পিকফোর্ড। তিন মিনিটের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিল এভারটন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফ সাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। ২৮ ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১০ জয় ও ৭ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে এভারটন। রবিবার টটেনহ্যামের বিপক্ষে জেতা ম্যাচে উলভারহ্যাম্পন ওয়ান্ডারার্সের হয়ে গোল তিনটি করেছেন যথাক্রমে ডোহার্টি, জোতা এবং জিমিনেজ। এছাড়া স্পার্শদের হয়ে সান্ত¦নার গোল দুটি করেন বার্জউইন এবং এ্যাওরিয়ের।
×