ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাহিদার অনন্য রেকর্ড

প্রকাশিত: ১২:৩৭, ৩ মার্চ ২০২০

নাহিদার অনন্য রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা টি২০ বিশ্বকাপ মিশনে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টানা চতুর্থবার মর্যাদার এই আসরে অংশ নিয়ে আবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে এর মধ্যেও একটি অনন্য রেকর্ড গড়েছেন ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, পেয়েছেন জন্মদিনের দারুণ এক উপহার। সোমবার নিজেদের শেষ ম্যাচটিতে লঙ্কান মেয়েদের একমাত্র উইকেটটি শিকার করেন খেলতে নামা নাহিদা। ফলে জন্মদিনের উপহার হিসেবে পেয়েছেন বিশ্বরেকর্ড উপহার। মহিলা টি২০ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। এবারের টি২০ বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করে কোন উইকেট পাননি নাহিদা। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই খেলেননি, তবে সোমবার মেলবোর্নের জাংশন ওভালে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচে আবার ফেরেন ২০তম জন্মদিনে। বাংলাদেশের করা ৮ উইকেটে ৯১ রানের জবাবে উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলে শ্রীলঙ্কা। তখনই অধিনায়ক চামারি আতাপাত্তুকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ব্রেক থ্রু দেন নাহিদা। কিন্তু শেষ পর্যন্ত সেই ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা। তবে নাহিদা চতুর্থ বাংলাদেশী বোলার হিসেবে মেয়েদের টি২০ ক্রিকেটে ৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। শ্রীলঙ্কার কাছে হেরে শূন্য হাতে ফিরছেন সালমারা ॥ এবার মহিলা টি২০ বিশ্বকাপে কঠিন গ্রুপেই পড়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। চারবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতের সঙ্গে ছিল প্রায় সমশক্তির শ্রীলঙ্কা। এরপরও বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা প্রত্যয় জানিয়েছিলেন অন্তত দুই ম্যাচ জেতার। কিন্তু শূন্য হাতেই ফিরছেন সালমা খাতুনরা। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে হারের পর ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও বাজেভাবে হেরেছে তারা। মেলবোর্নে সোমবার শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়ে এবারের মতো বিশ্বকাপ যাত্রা শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করে ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৯১ রান তোলে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। জবাবে ১৫.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৯২ রান তুলে চলতি আসরে একমাত্র জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা। এই গ্রুপ থেকে ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করেছে। মেলবোর্নের জাংশন ওভালে সান্ত¦নাসূচক জয়ের লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। আচিনি কুলাসুরিয়া শুরুতেই দিকভ্রান্ত করে দেন বাংলাদেশের ব্যাটিং লাইন। দলীয় ২৫ রানেই ৩ উইকেট হারানোর পর অবশ্য নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক পিংকি চেষ্টা করেছিলেন প্রতিরোধের। কিন্তু ৩১ রানের জুটিটাও ভেঙ্গে যায় ১৯ বলে ১৩ রান করে পিংকি সাজঘরে ফেরার পর। শশীকলা শ্রীবর্ধনের অফস্পিনে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। একেবারে শেষ পর্যন্ত শুধু লড়াই করেছেন জ্যোতি। তিনি ৪৫ বলে ৫ চারে ৩৯ রান করে ইনিংসে শেষ বলে রানআউট হয়ে যান। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮ উইকেটে ৯১ রান তোলে বাংলাদেশ। শশীকলা ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ ও আচিনি ২ উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলেছে লঙ্কান ব্যাটাররা। ৫১ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়ে নাহিদা আকতারের স্পিনে সাজঘরে ফেরেন অধিনায়ক চামারি আতাপাত্তু। তিনি ২২ বলে ২ চার, ২ ছক্কায় ৩০ রান করেন।
×