ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ভারত

প্রকাশিত: ১২:৩৫, ৩ মার্চ ২০২০

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট কতটা গৌরবময় অনিশ্চয়তার খেলা, কতটা উত্থান-পতনের খেলা, সেটিই দেখল মোড়ল ভারত। নিউজিল্যান্ডে বিরাট কোহলিদের শুরুটা ছিল স্বপ্নের মতো। টি২০তে কিউইদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে গড়েছিল নতুন ইতিহাস। সেই তারাই ওয়ানডেতে ৩-০’তে হারলে সমালোচকদের উদ্দেশে কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, টি২০ বিশ্বকাপের বছরে এ নিয়ে খুব বেশি ভাবছেন না। আভিজাত্যের টেস্টেও যে দাঁড়াতেই পারল না তার দল। ওয়েলিংটনে ১০ উইকেটের হারটা ছিল সাড়ে তিন দিনে; ৭ উইকেটে হারের পথে ক্রাইস্টচার্চে আরও করুণ কোহলিরা মাথা নোয়াল আড়াই দিনে! প্রথম ইনিংসে ২৪২ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। সোমবার তৃতীয় দিনে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩২ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড পৌঁছে যায় ৩৬ ওভারে। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২৩৫। ম্যাচসেরা কাইল জেমিসন, সিরিজসেরা আরেক পেসার টিম সাউদি। হ্যাগলি ওভালে ৬ উইকেটে ৯০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ভারত। এদিন তাদের ইনিংস টিকেছে কেবল ৪৭ মিনিট। শেষ ৪ উইকেটে যোগ করতে পারে তারা ৩৪ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি (৯) ও রিশব পন্থ (৪) ফেরেন প্রথম চার ওভারের মধ্যে। দুজনের কেউই যেতে পারেননি দুই অঙ্কে। বিহারির পর মোহাম্মদ শামিকে (৫) ফেরান টিম সাউদি। জাসপ্রিত বুমরাহর (৪) রান আউটে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। একটি করে চার ও ছক্কায় ১৬ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। আগের দিন ভারতকে কাঁপিয়ে দেয়া ট্রেন্ট বোল্ট নেন ৪ উইকেট। সাউদির শিকার ৩টি। ছোট লক্ষ্য তাড়ায় টম লাথাম ও টম ব্লান্ডেলের সাবধানী ব্যাটিংয়ে নিউজিল্যান্ড পায় ভাল সূচনা। লাঞ্চের আগে দুজন তোলেন ৪৬ রান। বিরতির পর তাদের জুটি ছাড়ায় শতরান। নিউজিল্যান্ড এগিয়ে যায় জয়ের পথে। হাফ সেঞ্চুরি করে লাথাম (৫২) থামলে ভাঙ্গে ১০৩ রানের জুটি। অধিনায়ক উইলিয়ামসন (৫) দ্বিতীয় ইনিংসেও টিকেছেন কেবল ৮ বল। জয় থেকে ১২ রান দূরে থাকতে বিদায় নেন ব্লান্ডেল। ১১৩ বলে ৮ চার ও এক ছক্কায় ডানহাতি ব্যাটসম্যান করেন ৫৫ রান। প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও ব্যাটিংয়ে ৪৯ রানের জন্য ম্যাচসেরা হয়েছেন কাইল জেমিসন। দুই ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা টিম সাউদির। গত বছর বিশ্বকাপের পর থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অপরাজেয় হয়ে ওঠা ভারত এই সিরিজে এসে প্রথম হারের স্বাদ পায়। টানা দুই হারে দীর্ঘ ৮ বছর পর কোন সিরিজে হোয়াইটওয়াশ হলো র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি। এর আগে ২০১১-১২ মৌসুমে সর্বশেষ ভারত এবং অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। স্বভাবতই নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো অধিনায়ক বিরাট কোহলি এদিন সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের সঙ্গে ভীষণ তর্কে জড়িয়ে পড়েন। যা গত বছর আইসিসির স্পিরিট অব ক্রিকেট এ্যাওয়ার্ড পাওয়া একজন ক্রিকেটারের সঙ্গে যায় না। ব্যাট হাতে জঘণ্য একটি সফর শেষ করা ভারত অধিনায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে, সবাই হাসি-তামাশা করছেন। অন্যদিকে ভারতকে হারিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসা নিউজিল্যন্ড অধিনায়ক স্মরণীয় এই সাফল্যের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন, সতীর্থদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কোহলির প্রতিও সহানুভূতি দেখিয়েছেন তিনি। স্কোর ॥ ভারত প্রথম ইনিংসÑ ২৪২/১০ (৬৩ ওভার; পৃথ্বী ৫৪, মায়াঙ্ক ৭, পূজারা ৫৪, কোহলি ৩, রাহানে ৭, বিহারি ৫৫, পন্থ ১২, জাদেজা ৯, শামি ১৬, বুমরাহ ১০*; সাউদি ২/৩৮, বোল্ট ২/৮৯, জেমিসন ৫/৪৫) ও দ্বিতীয় ইনিংস ১২৪/১০ (৪৬ ওভার; পৃথ্বী ১৪, মায়াঙ্ক ৩, পূজারা ২৪, কোহলি ১৪, রাহানে ৯, উমেশ ১, বিহারি ৯, পন্থ ৪, জাদেজা ১৬*, শামি ৫, বুমরাহ ৪; সাউদি ৩/৩৬, বোল্ট ৪/২৮) নিউজিল্যান্ড প্রথম ইনিংসÑ ২৩৫/১০ (৭৩.১ ওভার; লাথাম ৫২, ব্লান্ডেল ৩০, উইলিয়ামসন ৩, টেইলর ১৫, নিকোলস ১৪, ডি গ্র্যান্ডহোম ২৬, জেমিসন ৪৯, ওয়াগনার ২১; বুমরাহ ৩/৬২, শামি ৪/৮১, জাদেজা ২/২২) ও দ্বিতীয় ইনিংস ১৩২/৩, লক্ষ্য ১৩২ (৩৬ ওভার; লাথাম ৫২, ব্লান্ডেল ৫৫, উইলিয়ামসন ৫, টেইলর ৫*, নিকোলস ৫*; বুমরাহ ২/৩৯, উমেশ ১/৪৫) ফল ॥ নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ কাইল জেমিসন (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ দুই টেস্টের সিরিজ নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী। সিরিজসেরা ॥ টিম সাউদি (নিউজিল্যান্ড)।
×