ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০০ টাকা মূল্যমানের নোট বাজারে আসছে এ মাসেই

প্রকাশিত: ১২:২১, ৩ মার্চ ২০২০

২০০ টাকা মূল্যমানের নোট বাজারে আসছে এ মাসেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বাজারে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নতুন নোট ছাড়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। বর্তমান প্রেক্ষাপটে ২০০ টাকা মূল্যমানের নোটে সাধারণ মানুষ উপক্রিত হবে বলেই মনে করছেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯২০ সালে ১৭-ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম স্বাধীনতার স্বপ্নদ্রষ্টার। আগামী ১৭ই মার্চ তার জন্মের শতবর্ষ পূর্তি। আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই বছরজুড়ে রয়েছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, যা বাজারে আসবে চলতি মাসেই। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, অনেক পরিমাণ দুই শ’ টাকার নোট করা হবে। প্রথম বছর এটা স্মারক মুদ্রা হিসেবে থাকবে, পরবর্তী সময়ে এই নোটটা নিয়মিত হিসেবে ব্যবহৃত হবে। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাবেক গবর্নর ও ব্যাংকাররা। তারা বলছেন, নতুন দুই শ’ টাকা ছাড়া হলে, সাধারণ মানুষ উপকৃত হবে। মূল্যস্ফীতিতে এটি কোন প্রভাব ফেলবে না বলেও আশা তাদের। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম বলেন, এটা একটা ওয়েলকাম স্টেপ যে পরবর্তীতে এই স্মারক নোটটি বাজারে নিয়মিত হবে। নোট ছাপা মানেই কিন্তু অতিরিক্ত ছাপা না, এটার পেছনে ভ্যালু রয়েছে এবং আমি মনে করি পুরনো যেটা নষ্ট হয়ে গেছে সেগুলো তারা মার্কেট থেকে তুলে নিবে আর এইগুলো প্রচলন করবে। পরবর্তীতে এটা ভাল ইমপেক্ট আসবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক সাবেক গবর্নর আতিউর রহমান বলেন, মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে দুই শ’ টাকার নোট খুব বড় ইমপেক্ট পড়বে না। কারণ ১০০ টাকার নোট আমাদের আছে, আর এক শ’ টাকা নিলে দুই শ’ টাকা হয়। আর দুই শ’ টাকা থাকলে তাদের কম নোট বহন করতে হবে। সেদিক থেকে চিন্তা করলে এটা একটা ভাল উদ্যোগ।
×