ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়েস্টার্ন মেরিনে দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে

প্রকাশিত: ১২:১২, ৩ মার্চ ২০২০

ওয়েস্টার্ন মেরিনে দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৯ সালের অক্টোবর-ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সরবরাহ করা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, চলতি হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৪৯ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৭৩ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকের মতো অর্ধবার্ষিক (২০১৯ সালের জুলাই-ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯৫ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ১ টাকা ২৪ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২৯ পয়সা। এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×