ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’

প্রকাশিত: ১২:১০, ৩ মার্চ ২০২০

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই সেøাগানকে সামনে রেখে নরসিংদী জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৫ সালে বলেছিলেন বাংলাদেশের পুলিশ হবে জনতার পুলিশ, মানবিক পুলিশ। সেই পুলিশই হবে আপনার কল্পনার পুলিশ। সে পুলিশই হবে আপনার বিপদের সময় সহযোগিতার পুলিশ। আপনারা লক্ষ্য করবেন যে, গত ২ বছরে পুলিশ ৯৯৯ একটি বিশেষ নম্বরের মাধ্যমে ৫৮ লাখ নাগরিককে সেবা প্রদান করেছে। প্রত্যেকটি থানা হবে জনগণের থানা। থানা হবে জনগণের আস্থা ও বিশ্বাসের স্থান। জনগণ থানায় নির্বিঘেœ আসতে পারে এবং হাসিমুখে যেন ফিরে যেতে পারে। ট্রেনের ধাক্কায় নিরাপত্তা কর্মী নিহত স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় শহিদুল ইসলাম (৩০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিহতের বাবার নাম মাহেদ আলী। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামে। নিহতের ভাগ্নে রুবেল হোসেন জানান, মামা শহিদুল খিলক্ষেত এলাকায় একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। সেখানে থাকতেন। প্রত্যক্ষদর্শী পথচারী সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেল ৫টার দিকে খিলক্ষেত এলাকায় রেললাইন পার হচ্ছিলেন শহিদুল নামে এক ব্যক্তি। এ সময দ্রুতগামী ট্রেন ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×