ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে কলোনিতে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু

প্রকাশিত: ১২:০৯, ৩ মার্চ ২০২০

চট্টগ্রামে কলোনিতে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পোল এলাকার একটি কলোনিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত দেড়টার দিকে হাজী জহুরুল ইসলামের মালিকানার কলোনিতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকা-ে যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন, মোহন (৩৫) ও জাকির হোসেন (৩৫)। তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা ও চাঁদপুরের কচুয়া এলাকায়। এছাড়া কবির হোসেন নামের আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাত দেড়টার দিকে সেমিপাকা এই কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে কর্মীরা অকুস্থলে ছুটে যান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন অফিসার কফিল উদ্দিন সাংবাদিকদের জানান, ওই কলোনিতে প্রবেশের পথ খুবই সরু। আগুন লাগার পর অনেকে বেরিয়ে আসতে সম্ভব হলেও ভেতরে আটকা পড়েছিলেন তিন ব্যক্তি। অগ্নিনির্বাপণের পর মোহন ও জাকিরকে মৃত অবস্থায় এবং কবির হোসেনকে মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতকে চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। মরদেহ দুটি পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে।
×