ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে আহলে সুন্নাত এজতেমা শুরু কাল

প্রকাশিত: ১২:০৭, ৩ মার্চ ২০২০

রাজধানীতে আহলে সুন্নাত এজতেমা শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছরের মতো এবারও রাজধানীর হাজীক্যাম্প সংলগ্ন সিভিল এ্যাভিয়েশন ময়দানে ৪ মার্চ থেকে শুরু হচ্ছে আহলে সুন্নাত অনুসারীদের তিন দিনের সুন্নাতে ভরা এজতেমা। তবলীগে কোরান ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত তিনদিনের এই এজতেমা শেষ হবে ৬ মার্চ। দেশ-বিদেশের মুসল্লিরা এই এজতেমায় যোগ দেবেন। এরইমধ্যে সিভিল এ্যাভিয়েশনের ময়দান জুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল। পুলিশী চেক পোস্ট, সিসিটিভি স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এজতেমা ময়দানে প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও একাধিক ওয়াচ টাওয়ার। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করতে হবে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামীর এক হাজার নিজস্ব নিরাপত্তা কর্মী। এছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে। পিডিবির সহায়তায় দেয়া হয়েছে বিদ্যুত সংযোগ। তিনদিনের এজতেমার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী। সোমবার দুপুরে সিভিল এ্যাভিয়েশনের এজতেমা ময়দানে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি মুহাম্মদ কামাল আত্তারী, নাইমুল হায়দার কাদেরি, মাহমুদ কাদেরি, সরফরাজ আশরাফি, বাহাদুর আত্তারী, ইমতিয়াজ কাদেরি প্রমুখ। মুফতি জহিরুল ইসলাম বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী, সুফিবাদে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী। সারাবিশ্বের মতো এ দেশে ষষ্ঠবারের মতো আমরা রাজধানীর সিভিল এ্যাভিয়েশনের ময়দানে তিনদিনের এই এজতেমা করতে যাচ্ছি।
×