ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এভিয়েশন স্কুল ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর হয়েছে

প্রকাশিত: ১২:০৬, ৩ মার্চ ২০২০

এভিয়েশন স্কুল ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর হয়েছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২ মার্চ ॥ সোমবার বেলা সাড়ে ১১টায় লালমনিরহাটের মিলিটারি ফার্মে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বর্তমান সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নের আঙ্গিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান হেলিকপ্টারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে হেলিকপ্টারের পাইলট প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। এই প্রশিক্ষণ সুবিধা অর্জনের জন্য আর্মি এভিয়েশন স্কুলটি ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর করা হয়েছে। এখানে প্রশিক্ষণের জন্য নতুন ও আধুনিক অবকাঠামো তৈরি করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সকল বৈমানিক, প্রকৌশলী এবং বিমানক্রু এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। এ সময় তিনি আরও বলেন, আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান যা সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা প্রদান করে আসছে। বিগত ২০১২ সালে আর্মি এভিয়েশন গ্রুপের অঙ্গ সংগঠন হিসেবে আর্মি এভিয়েশন স্কুল ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। এ আগে তিনি লালমনিরহাটে আর্মি এভিয়েশন বেসের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি এভিয়েশন স্কুলের নতুন অবকাঠামো উদ্বোধন এবং অফিসার্স মেস, এসএম ব্যারাক ও লালমনিরহাট মিলিটারি ফার্মের জন্য একটি আধুনিক ও স্বয়ংক্রিয় মিল্কিং পার্লারের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আমগীর হোসেন। উপস্থিত ছিলেন লে. কর্নেল সামছুল হক কোয়ার্টার মাস্টার জেনারেল, সেনা সদর ও রংপুর এরিয়ার উর্ধতন কর্মকর্তারা, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, গণপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
×