ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়াবাসহ গ্রেফতার ১১

উত্তরায় সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

প্রকাশিত: ১২:০৫, ৩ মার্চ ২০২০

উত্তরায় সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। এ দিকে খিলগাঁওয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পুরানো ঢাকার বংশালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর উত্তরায় যানবাহনের ধাক্কায় রাসেল আহমেদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের বাবা আব্দুল কাশেম। গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়। নিহতের মামা আনোয়ার হোসেন জানান, রাসেল কাপাসিয়ায় মুরগির পিকআপভ্যানের লেবার হিসেবে কাজ করতেন। তিনি জানান, সোমবার ভোরে কাপাসিয়া থেকে মুরগির পিকআপভ্যান নিয়ে ঢাকায় যান। সেখানে মুরগি নামিয়ে কাপাসিয়ায় ফেরার সময় উত্তরার রাজলক্ষ্মী এলাকায় অজ্ঞাত দুই যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে পিকআপভ্যানে সামনে বসে থাকা রাসেল গুরুতর আহত হয়। এ সময় আরও দুজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে রাসেলের মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ১১ জনকে গ্রেফতার রাজধানীর খিলগাঁওয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ সোহেল (৩০), মোঃ খোকন (৩০), নুরুল ইসলাম ওরফে বাবু (২২), চাঁন মিয়া (২২), স্বপন মিয়া (২০), জহিরুল ইসলাম (২০), মোঃ তুষার (২০), মোঃ নাহিদ (১৯), ফাহিম হোসেন (১৯), মোঃ জনি (২০) ও মোঃ আলী (৩০)। খিলগাঁও থানার ওসি জানান, রবিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনবাগ বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতরা ডাকাতির পাশাপাশি মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে। তিন মাদক বিক্রেতা গ্রেফতার পুরানো ঢাকার বংশালে তিন মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ হারুন ওরফে কানা হারুন (৫২), আব্দুস সাত্তার (৪০) ও সেন্টু। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, রবিবার রাতভর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ব্লক রেইড পরিচালনা করা হয়। এতে ওই তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯৮ পিস হিরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×