ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বজাতিকেই মেরে খাচ্ছে মেরু ভাল্লুক

প্রকাশিত: ১১:২২, ৩ মার্চ ২০২০

স্বজাতিকেই মেরে খাচ্ছে মেরু ভাল্লুক

মেরু ভাল্লুক বা পোলার বিয়ারের গুরুত্ব অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ববাসীর কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে এক রুশ বিজ্ঞানীর অনুসন্ধান বলছে, মেরু ভাল্লুককে নিয়ে হাজার হাজার গবেষণার আড়ালে মানুষ জানতেও পারেনি, কবে মানব সভ্যতার উন্নয়নে তৈরি দূষণ আর অপরিসীম লোভ ‘ক্যানিব্যাল’ বানিয়ে ছেড়েছে আপাত নিরীহ জন্তুটিকে! বিশ্ব উষ্ণায়নে সুমেরুর বরফের আচ্ছাদন ক্রমশ গলতে থাকায় আর জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের উত্তোলন মেরু ভাল্লুকের অস্তিত্বরক্ষায় এমন সঙ্কট তৈরি করেছে যে, তারা একে অন্যকে মেরে খাচ্ছে ও জীবন ধারণ করছে। রুশ বিজ্ঞানী মরভিনসেভ সংবাদমাধ্যমকে বলছেন, মেরু ভল্লুক একে অপরকে মেরে খেয়েছে, এমন ব্যতিক্রমী ঘটনা কখনও শোনা যায়নি এমন নয়। সেটা খুবই বিরল। অথচ এখন এমন ঘটনা প্রায়ই ঘটেছে ও তা ক্যামেরাবন্দী হচ্ছে। এটাই আমাদের কাছে গভীর দুশ্চিন্তার বিষয়। তার অভিমত, সুমেরুতে মানুষের যাতায়াত বাড়ছে শুধু নয়, বিভিন্ন শিল্প সংস্থা ওই এলাকায় নিজেদের গবেষণা চালাচ্ছে। জীবাশ্ম জ্বালানি উত্তোলনের জন্য ভল্লুকের এলাকা দখল হচ্ছে প্রতিনিয়ত। ফলে মেরু ভালুকের এত বছরের শিকারক্ষেত্র হাতছাড়া হচ্ছে তাদের। এমনকি মেরু ভল্লুককে যেসব এলাকায় সরে যেতে হচ্ছে, সেখানে খাবার (প্রে বেস) যথেষ্ট কম। এর ফল? একে অন্যকে মেরে খাচ্ছে তারা। মূলত পুরুষ ভল্লুকের নিশানা হচ্ছে মা ভল্লুক ও তাদের ছানা। এমন ঘটনাও নজরে আসছে যেখানে মা ভল্লুক তাদের ছানাদের মেরে খেতেও দ্বিধাবোধ করছে না। -ইন্ডিয়া টাইমস
×