ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১০:১২, ৩ মার্চ ২০২০

পাঁচ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাততে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আলমগীর, আমজাদ, সোহাগ, হাসান ও তৈয়ব আলী। সোমবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, একদল ডাকাত নোয়াপাড়া এলাকায় কোন এক বাড়িতে রবিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরি, ১টি শাবল, ১টি স্টিলের টিপ ছুরি, ১টি তালা কাটার হ্যামার ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ মার্চ ॥ ‘যুক্তিতে মুক্তি, যুবরাই শক্তি’ স্লোগান নিয়ে সোমবার দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মণ্ডল প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন। ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার, এনডিএফের কো চেয়ারম্যান এম আলমগীর। উৎসবের আহ্বায়ক ফরহাদুল ইসলাম জানান, দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা।
×