ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়াগামী ৩৭ রোহিঙ্গা উদ্ধার ॥ তিন দালাল আটক

প্রকাশিত: ১০:১১, ৩ মার্চ ২০২০

মালয়েশিয়াগামী ৩৭ রোহিঙ্গা উদ্ধার ॥ তিন দালাল আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার ও তিন দালালকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। জানা যায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৪ জন শিশু, ১৭ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত তালিকাভুক্ত রোহিঙ্গা। আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করা হয়েছে। সাভারে স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ সংবাদদাতা, সাভার, ২ মার্চ ॥ সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে শামসুন্নাহার (২২) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্র্পণ করেছেন জামিল হোসেন নামে এক স্বামী। সোমবার রাতে আশুলিয়া থানাধীন নরসিংহপুর ঘোষবাগ এলাকায় গকুল মোল্লার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার জামালপুর জেলার মেলান্দহ থানার চরভদ্রাসন গ্রামের আব্দুস সালামের মেয়ে। ঘাতক জামিল (৩০) পার্শ্ববর্তী বাঘাডোবা গ্রামের শাজাহান হোসেনের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে শামসুন্নাহারকে যৌতুকের জন্য ও পরবর্তীতে তিনি গর্ভবতী হলে তুচ্ছ কারণে তার স্বামী জামিল তাকে নির্যাতন করত। চারদিন আগেও টাকার জন্য তাদের মধ্যে পারিবারিক কলহ হয়। পরে সোমবার রাতে জামিল তার শ্বশুর বাড়িতে ফোন করে তার স্ত্রী শামসুন্নাহার মারা গেছে বলে জানায়। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ওই দিন রাতে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জামিল। পরে রাত আড়াইটার দিকে জামিল নিজে থানায় হাজির হয়ে পুলিশকে স্ত্রী হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন।
×