ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে অগ্নিকাণ্ডে ২৫ দোকান ও ১৫ বাড়ি ভস্মীভূত

প্রকাশিত: ১০:১১, ৩ মার্চ ২০২০

বরিশালে অগ্নিকাণ্ডে ২৫ দোকান ও ১৫ বাড়ি ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন সুপার মার্কেটে রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকা-ে ২৫ দোকান ভস্মীভূত হয়েছে। এছাড়াও ১৪টি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন জানান, রবিবার রাত চারটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ ও বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত ও ১৪টি দোকানের আংশিক ক্ষতি হয়। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় দুই কোটির টাকার ক্ষতি হয়েছে। এদিকে, নগরীর বটতলা এলাকায় সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর ভস্মীভূত হয়েছে। জানা গেছে, নগরীর বটতলা এলাকার শরীফ বাড়ির একটি কাঠের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশর্^বর্তী অন্যান্য বসতঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে ১৫ বসতঘর ভস্মীভূত হয়। বাঁশখালী নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম গণ্ডামারা কেজি স্কুল মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৩টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সংঘটিত এ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
×