ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক ॥ আহত ৮

প্রকাশিত: ১০:০৯, ৩ মার্চ ২০২০

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক ॥ আহত ৮

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় সদর উপজেলার শিংরোড দেওনিয়াপাড়া এলাকায় জমি নিয়ে সংঘর্ষে রবিয়াল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় দুই পক্ষের আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, পঞ্চগড় সদর উপজেলার শিংরোড দেওনিয়াপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ও প্রতিবেশী নূর মোস্তফার মধ্যে ৬২ শতক জমির নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও করে মোস্তফা। সোমবার বেলা সাড়ে ১১টায় বিরোধীয় জমিতে দলবল নিয়ে বাঁশের বেড়া দিতে গেলে আবু বক্কর ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আবু বক্করের ভাতিজা রবিয়ালে মাথা মারাত্মকভাবে জখম হয়। এছাড়া নূর মোস্তফা (৬৫), তার স্ত্রী খুকী বেগম (৫৫) ছেলে ফরিদুল ইসলাম (১৮) আহত হন। অপর পক্ষের আহত হন আবু বক্কর সিদ্দিক (৫৫), স্ত্রী লিলিমা আক্তার (৪৫), ভাতিজা জহিরুল ইসলাম (৩২), রবিউল ইসলাম (৪০) ও উম্মে কুলসুম (৩০)। আহতের স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন। শেরপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুদু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর ঘোড়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত দুদু স্থানীয় অহেদ আলী ম-লের ছেলে। ওই ঘটনায় দুদু মিয়ার ছেলে সাইদুর রহমান (৩৫) আহত হয়েছেন। এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, দুদু মিয়ার সঙ্গে প্রতিবেশী মৃত রুস্তম আলীর ছেলে লিটন মিয়া (৪০) ও শরাফত আলীর ছেলে মঞ্জু মিয়ার (৫০) এক বিঘা জমি নিয়ে বিরোধ ও আদালতে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছিল। সোমবার দুপুরে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর রহমান ওই বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ লিটন ও মঞ্জুর নেতৃত্বে ১০/১২ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুদু মিয়া ও ছেলে সাইদুর রহমান মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
×