ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১০:০৭, ৩ মার্চ ২০২০

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ মার্চ ॥ স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত এক লাখ টাকা জরিমানা করেন। সোমবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত আশরাফুল ইসলাম দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। উল্লেখ্য, ২০১২ সালের ১৮ আগস্ট গভীর রাতে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহাকে শ^াসরোধ করে হত্যা করে। পরে হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিহতের লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে নিহতের স্বামী প্রচার করে। এ ঘটনায় ওইদিন সকালে নিহতের পিতা আব্দুস সামাদ বাদী হয়ে নিহতের স্বামী আশরাফুল, শাশুড়ি আছিয়া বেগম এবং প্রতিবেশী চাচাতো ভাই ইয়াকুব আলীকে আসামি করে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার খুলনার ডুমুরিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহীদ স্মৃতি মহিলা কলেজ মাঠে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ অর্থপেডিক সোসাইটি। এতে অর্থপেডিক, গাইনি, মেডিসিন, হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের ৪৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৪ হাজার নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সভাপতি ও ঢাকাস্থ পঙ্গু হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল গণি মোল্লাহ। এতে অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ শাহানাজ বেগম প্রমুখ। বিজ্ঞানমেলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ মার্চ ॥ খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার ও ৪১ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নওগাঁয় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন, সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ওয়াশীমুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।
×