ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশ্চিমাঞ্চল রেলের টিটিই বরখাস্ত

প্রকাশিত: ১০:০৭, ৩ মার্চ ২০২০

পশ্চিমাঞ্চল রেলের টিটিই বরখাস্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ যাত্রীদের সঙ্গে অসদাচরণ, দায়িত্বে অবহেলা ও মাদক সেবনের দায়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেন টিকেট পরীক্ষক (টিটিই) মহিবুল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষের এক অফিস আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী) ফুয়াদ হোসেন আনন্দ সোমবার জানান, মহিবুল হোসনের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে অসদাচরণ, দায়িত্বে অবহেলা ও মাদক সেবনের অভিযোগ উঠায় তদন্ত কমিটি গঠন করা হয়। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে গুরুদ- আরোপের জন্য নোটিস ফর্ম ‘বি’ জারি করা হয়। নোটিস ফর্ম ‘বি’ জারির পর শাস্তি আরোপের জন্য ‘টি আই (সি)’র দ্বারা তদন্ত করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মোট নয়টি শাস্তি চলমান। চাকরি জীবনে তিনি এর আগেও বরখাস্ত হয়েছিলেন। তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, মহিবুল হাসানের বিরুদ্ধে কাজের পরিবেশ নষ্ট, মাদক সেবন এবং অসংখ্যবার যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠে। গত ২৯ জানুয়ারি মহিবুল হোসেন ভারপ্রাপ্ত সিনিয়র ইন্সপেক্টর অব টিটিই আব্দুল মাবুদকে প্রাণনাশেরও হুমকি দেন। এতে টিটিই আব্দুল মাবুদ তার বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি তিনি চীফ মেডিক্যাল অফিসার (পশ্চিম) বেগম শামীম আরা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সীমান্ত ট্রেনে নেশাগ্রস্ত অবস্থায় দুর্ব্যবহার করেন।
×