ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশের সহায়তায় হারানো শিশুদের ফিরে পেলেন বাবা-মা

প্রকাশিত: ০৯:৩০, ৩ মার্চ ২০২০

পুলিশের সহায়তায় হারানো শিশুদের ফিরে পেলেন বাবা-মা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ মার্চ ॥ আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কোমলমতি তিন শিশুকে ফিরে পেয়েছে তাদের বাবা-মা। নিখোঁজের পর সন্তানদের ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা। ওই তিন শিশু হলো, পার্শ্ববর্তী বাগমারা উপজেলার বীরকয়া গ্রামের মান্নান ম-লের ছেলে শিহাব (১০) একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আসিব হোসেন (১২) ও আশরাফ হোসেনের ছেলে মাহফুজ (১৩)। রবিবার দিনগত রাতে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন কোমলমতি তিন শিশুকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন। জানা গেছে, রবিবার সন্ধ্যা রাতে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট তিন শিশুকে আত্রাই থানার ডিএসবি কনস্টেবল নুরুল ইসলাম দেখতে পেয়ে তাদের ডাক দেয়। পরে তার ডাকে সাড়া দিয়ে কাছে আসলে তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তারা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে তারা ঘুরতে ঘুরতে এ পর্যন্ত চলে এসেছে। পরে তাদের থানায় নিয়ে আসেন। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন বলেন, হারিয়ে যাওয়া শিশুদের থানায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের রাতের খাবার খাওয়ানোর পর তাদের নাম পরিচয় শুনে তাদের পরিবারের কাছে সংবাদ পাঠিয়ে রবিবার রাতেই কোমলমতি ওই তিন শিশুকে সংবাদকর্মীদের উপস্থিতিতে বাবা-মার কাছে তুলে দেয়া হয়।
×