ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মংলায় ৩শ’ বোতল মদসহ তিন চীনা নাগরিক আটক

প্রকাশিত: ০৯:২৮, ৩ মার্চ ২০২০

মংলায় ৩শ’ বোতল মদসহ তিন চীনা নাগরিক আটক

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২ মার্চ ॥ মংলায় ৩শ’ বোতল বিদেশী মদসহ তিন চীনা নাগরিক ও তাদের দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার রাতে পশুর নদীর সুন্দরবন সংলগ্ন করমজল এলাকা থেকে একটি জালিবোটসহ তাদের আটক করা হয়। সোমবার সকালে মদসহ চীনা নাগরিকসহ পাঁচজনকে মংলা থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে মংলা থানায় মামলা দায়ের করেছে। এ মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, কোস্টগার্ডের একটি দল মংলা বন্দর চ্যানেল ও পশুর নদীতে টহলকালে ‘এমভি রনি’ নামক একটি জালিবোটকে চ্যালেঞ্জ করলে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড ওই বোটটি আটক ও তল্লাশি চালিয়ে ৫০টি কার্টন ভর্তি ৩শ’ বোতল চীনা তৈরি মদ জব্দ করে। জব্দকৃত হুইস্কির লেবেলে চায়না ভাষা ও প্রত্যেকটিতে ৭৫০ মিলি লিটার ও ৫৩ শতাংশ এ্যালকোহল লেখা রয়েছে। বিদেশী এ মদ বহনের অভিযোগে মংলার মাবানা ট্যুর কোম্পানির ফাইবার বোট ‘এমভি রনি-১’ জব্দ করা হয়। মংলা থানার ওসি তদন্ত তুহিন ম-ল জানান, এ ঘটনায় চীনা নাগরিক জেরি, জ্যাক জিয়াও, ফু হংসহ তাদের দুই সহযোগী বাংলাদেশী নাগরিক হাসনাত আফজাল, বোটচালক রুমন শিকদারকে আটক করা হয়। চীনা ওই তিন নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইনপোর্ট এ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনে কর্মরত রয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চীনা পাসপোর্ট। মংলা বন্দর আসা একটি বিদেশী জাহাজ থেকে মেশিনারিজ পণ্যের সঙ্গে এ সকল হুইস্কি কর্মস্থলে নেয়া হচ্ছিল বলে জানা গেছে।
×