ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে পড়ার সুযোগ পাচ্ছেন ইবির ৮৯ শিক্ষার্থী

প্রকাশিত: ০৯:২৮, ৩ মার্চ ২০২০

তুরস্কে পড়ার সুযোগ পাচ্ছেন ইবির ৮৯ শিক্ষার্থী

ইবি সংবাদদাতা ॥ গবেষণা ও উচ্চ শিক্ষার জন্য তুরস্কের তিন বিশ^বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ৫৫ শিক্ষক ও ৮৯ শিক্ষার্থী। ম্যাভলোনা এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে শিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন তারা। সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের আয়োজনে প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের মধ্যে হওয়া মোবিলিটি চুক্তির অধীনে ২০টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন। এর মধ্যে তুরস্কের কাফকাশ বিশ^বিদ্যালয়ে ১৩টি বিভাগ থেকে ৫৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক, ইগদির বিশ^বিদ্যালয়ে ১০টি বিভাগে ২০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক এবং চানকেরি কারাতেকিন বিশ^বিদ্যালয়ে ১৫ শিক্ষার্থী ও ৯ শিক্ষক। শিক্ষার্থীরা ৫ মাস এবং শিক্ষকরা ১৪ দিনের জন্য এ প্রজেক্টে অংশ নেবেন। শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসহ সকল খরচ তুরস্ক বহন করবে বলেও জানায় তারা। উচ্চশিক্ষা-গবেষণার সুযোগ পাওয়া বিভাগগুলো হলো- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফার্মেসি, জীব বিজ্ঞান, ফুড সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা (ম্যানেজমেন্ট), মার্কেটিং, ট্যুরিজম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, আইন, ইংরেজী, আরবী ও চারুকলা। মতবিনিময় অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
×