ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোর এসএম সুলতান ফাইন আর্ট কলেজ

দেড় যুগ পর দুর্দশা ঘুচল শিক্ষক-কর্মচারীদের

প্রকাশিত: ০৯:২৭, ৩ মার্চ ২০২০

দেড় যুগ পর দুর্দশা ঘুচল শিক্ষক-কর্মচারীদের

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দেড় যুগ পর দুঃখ-দুর্দশা দূর হয়েছে যশোর এসএম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক কর্মচারীদের। ২৩ ফেব্রুয়ারি এ কলেজটি এমপিওভুক্তি হওয়ায় প্রতিষ্ঠানে সকলের মধ্যে চলছে বাঁধ ভাঙ্গা আনন্দের জোয়ার। জানা গেছে, ২০০২ সালে ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এসএম সুলতান ফাইন আর্ট কলেজ। প্রথমে উপশহর হাউজিং এস্টেটের কার্যালয়ে অস্থায়ীভাবে কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালে উপশহর পার্কের লেকের উত্তর পাশে আধাপাকা ভবন তুলে ছাত্রছাত্রীদের পাঠদান ও অন্যান্য কার্যক্রম শুরু হয় ২৫ শিক্ষক-কর্মচারী নিয়ে। কিন্তু এক বছর, দুই বছর, পাঁচ বছর বেতন না পাওয়ায় পর্যায়ক্রমে প্রতিষ্ঠান থেকে শিক্ষক ও কর্মচারীরা চলে যেতে থাকেন। এভাবে প্রতিষ্ঠাকালীন চাকরি নেয়া ২৫ জনের মধ্যে এখন আছেন ৪ শিক্ষক ও একজন কর্মচারী। বাকিরা চাকরি ছেড়ে কাজের সন্ধানে অন্যত্র চলে গেছেন। পরবর্তীতে নতুন করে শিক্ষক ও কর্মচারী পদে কয়েকজন যোগদান করেছেন। বর্তমানে সেখানে কর্মরত আছেন ১৫ শিক্ষক কর্মচারী। ২৩ ফেব্রুয়ারি সরকার এমপিওভুক্তি করায় কর্মরত শিক্ষক কর্মচারীদের মুখে হাসি ফুটেছে। তাদের চাকরি জীবনে দুঃখ-দুর্দশা ও অনিশ্চয়তা দূর হয়েছে। প্রতিষ্ঠাকালীন থেকে কলেজে চাকরি নিয়ে বর্তমান পর্যন্ত থাকা প্রভাষক সঞ্জীবন কুমার ম-ল জানান, আর্ট কলেজ গড়ে তোলার জন্য যশোরবাসী যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমরা মহাখুশি। গৌতম কুমার বিশ^াস নামে আরেক প্রভাষক জানান, বিনা বেতনে চাকরি করতাম সেটা কষ্টের ছিল না। কষ্ট লাগত মানুষ আমাদের যখন অসম্মান করত। প্রতিষ্ঠানটি এমপিওভুক্তি হওয়ায় আমাদের সম্মান বাড়ল। দীর্ঘদিন পর আর্ট কলেজটি এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যক্ষ শামীম ইকবাল। তিনি জানান, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কারণে আমাদের কলেজটি এমপিওভুক্ত হতে পেরেছে। এ কারণে আমাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা দূর হলো। এ কলেজটি নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সকলে আমাদের পাশে থাকলে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।
×