ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লামায় ৫ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

প্রকাশিত: ০৯:২৬, ৩ মার্চ ২০২০

লামায় ৫ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২ মার্চ ॥ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করছে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বগাইছড়ি, ছাগল্যাঝিরি ও রংখোলার গ্রামের ৩ শতাধিক পরিবারের ৫ হাজার মানুষের চলাচল। এতে করে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই তিন গ্রামের স্থানীয়দের। স্থানীয়রা জানান, এলাকার জন প্রতিনিধিরা প্রতি ৫ বছর পরপর পরিবর্তন হলেও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রাম তিনটিতে। বগাইছড়ি খালের ওই স্থানে ছোট করে হলেও একটি ব্রিজ নির্মাণের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির কাছে জোর দাবি জানান ভুক্তভোগীরা। জানা গেছে, রংখোলার ঝিরি গ্রামস্থ বগাইছড়ি পুরনো জামে মসজিদে যাওয়ার পথে বগাইছড়ি খালের ওপর নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে মসজিদের মুসল্লিসহ এলাকার নারী-পুরুষ। ব্রিজের অভাবে কেউ মারা গেলে লাশ কবরস্থানে নিতেও চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। স্থানীয় ছায়েদ আলী জানায়, তাদের এই ৩ গ্রামের প্রায় ৫ হাজার লোকজন যুগ-যুগ ধরে সাঁকো দিয়ে চলাচল করে জীবনযাপন করে আসছেন। রংখোলা গ্রামের বাসিন্দা সফর আলী ও নুরুল ইসলাম বলেন, চলাচলের জন্য প্রতি বছর বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও বর্ষাকালে পাহাড়ী ঢলের পানির ¯্রােতের টানে সাঁকো ভেঙ্গে যায়। তখন অনেক সময় তিন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের লামা কার্যালয়ের সার্ভেয়ার মোঃ জাকের হোসেন মোল্লা জানান, সেতু নির্মাণের জন্য স্থানীয়রা লিখিত আবেদন করলে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। কচুয়ায় ১০ গ্রামের নিজস্ব সংবাদদাতা, কচুয়া থেকে জানান, কচুয়া উত্তর ইউনিয়নের কড়ইয়া এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়েই ১০ গ্রামের মানুষ চলাচল করে আসছে। কড়ইয়া এলাকায় প্রবহমান সুন্দরী খালের উপর নির্মিত বাঁশের সাঁকোটি দিয়ে কড়ইয়াসহ বরুচর, নাহারা, লতিফপুর, নোয়াগাঁও, নোয়াদ্দা, সিংআড্ডা ও পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার কালিয়ারচর, গল্লাই ও নাবাবপুর এলাকার ২০ সহ¯্রাধিক জনগণ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। বাঁশের সাঁকো ব্যবহার করে ওই এলাকার কোমলমতী শিক্ষার্থীরা স্কুল কলেজে যাতায়াত করে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। ওই এলাকার বসবাসরত জনগণ কচুয়া, চান্দিনা, নবাবপুর, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের পথে প্রধান অন্তরায় বহু বছর ধরে ব্যবহার করে আসা বাঁশের সাঁকো। যার ফলে এলাকার মানুষের প্রয়োজনীয় মালামাল পারাপারে দুর্ভোগ পোহাতে হয় জনগণকে। চলাচলের অসুবিধার কারণে আধুনিকতার ছোঁয়া লাগেনি ওই এলাকার বসবাসরত সাধারণ জনগণের মাঝে। এলাকাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে অচিরে পাকা ব্রিজ নির্মাণের দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, সরজমিনের পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×