ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারে সংঘর্ষে ৫ রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০৯:০৬, ৩ মার্চ ২০২০

মিয়ানমারে সংঘর্ষে ৫ রোহিঙ্গা নিহত

মিয়ানমারের সংঘাতবিক্ষুব্ধ পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এক শিশু-সহ পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে রবিবার স্থানীয় এক এমপি এবং দুই বাসিন্দা জানিয়েছেন। রয়টার্স। রাখাইনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, শনিবার সেনাবাহিনীর গাড়িবহর রাখাইনের এমরাউক ইউ শহর অতিক্রমের সময় বিদ্রোহীরা হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এ বিষয়ে সেনাবাহিনী ওয়েবসাইটেও তাৎক্ষণিকভাবে কোন বিবৃতি দেয়নি। লড়াই-সংঘর্ষে বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় মিয়ানমারের সরকারী বাহিনীকে দায়ী করেছেন আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা। তবে দেশটির সরকারী মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। রাখাইনের প্রত্যন্ত ওই অঞ্চলে হামলার বিস্তারিত তথ্য নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। সহিংসতা ক্ষুব্ধ ওই অঞ্চলে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আছে। ইন্টারনেট সংযোগও সচল নেই। আরাকান আর্মির মুখপাত্র এক বার্তায় বলেছেন, রাখাইনের বু তা লোন গ্রামে মিয়ানমারের সামরিক বাহিনীর গোলা আঘাত হেনেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। ওদিকে এমপি তুন থার সেইন, স্থানীয় একজন স্বাস্থ্যকর্মী ও একজন গ্রামবাসী বলেছেন, নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে পাঁচ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে। তবে আহতের সংখ্যা নিয়ে বিপরীতমুখী তথ্য পাওয়া গেছে। ছয় থেকে ১১ জন আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।
×