ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরণার্থীদের প্রবেশে বাধা গ্রিসের

প্রকাশিত: ০৯:০৫, ৩ মার্চ ২০২০

শরণার্থীদের প্রবেশে বাধা গ্রিসের

তুরস্কের স্থলসীমান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার শরণার্থীর প্রবেশ ঠেকিয়ে দিয়েছে গ্রিস। গ্রিসের এক সরকারী কর্মকর্তা রবিবার এ কথা জানিয়েছেন। আটকে দেয়া অনেক শরণার্থীকে তুরস্কের এভরস সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। এপি। গ্রিসের উপপ্রতিরক্ষামন্ত্রী আলকিভিয়াদিস স্টেফানিস অভিযোগ করেছেন তুরস্ক শরণার্থীদের সীমান্ত পাড়ি দিতে উৎসাহিত করছে। তিনি বলেন, ‘তুরস্ক কেবল তাদের সমর্থনই করছে না সহায়তাও করছে।’ তুরস্ক ইউরোপীয় ইউনিয়নমুখী (ইইউ) শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর এক সপ্তাহে বিপুল সংখ্যক মানুষ সীমান্তে পাড়ি জমিয়েছে। সিরিয়ার ইদলিব প্রদেশে সিরীয় সরকারী বাহিনীর হামলায় ৩৩ তুর্কী সেনা নিহত হওয়ার পর দেশটি এ সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে সিরিয়া সংঘাত নিয়ে ইইউ দেশগুলোর ওপর চাপ সৃষ্টিরই চেষ্টা নিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আর সামলাতে পারবে না তার দেশ। ইইউ এর সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রনটেক্স তুরস্কের সঙ্গে ইউরোপীয় সীমান্তে ‘হাই এ্যালার্ট’ জারি রয়েছে বলে জানিয়েছে। ২০১৬ সালে ইউরোপমুখী শরণার্থীর ঢল নামার পর পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছিল।’ ওই চুক্তির আওতায় তুরস্ক সিরীয় ও আফগানসহ অন্য দেশের প্রায় ৩৭ লাখ শরণার্থীকে আশ্রয় দেয় ।
×