ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিল্লীর সহিংসতা করোনার ভারতীয় সংস্করণ ॥ অরুন্ধতী

প্রকাশিত: ০৯:০০, ৩ মার্চ ২০২০

দিল্লীর সহিংসতা করোনার ভারতীয় সংস্করণ ॥ অরুন্ধতী

নরেন্দ্র মোদি সরকার দেশের সংবিধানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলছে বলে মনে করেন ভারতের প্রখ্যাত লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায়। রবিবার দিল্লীর যন্তর মন্তরে এক সভায় অরুন্ধতী বলেন, ‘যে গণতন্ত্র সংবিধান মেনে চলে না এবং যার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ফাঁপা করে দেয়া হয়েছে, সেখানে সংখ্যাগরিষ্ঠের শাসনই প্রতিষ্ঠিত হয়। ভারতে সম্ভবত গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা চলছে। এটা করোনাভাইরাসের ভারতীয় সংস্করণ। আমরা অসুস্থ।’ আনন্দবাজার। অরুন্ধতীর মতে, দিল্লীর হিংসাকে গোষ্ঠী সংঘর্ষ, বাম-দক্ষিণের দ্বন্দ্ব বা সঠিক ধারণা ও ভুল ধারণার লড়াই হিসেবে চিহ্নিত করা বিপজ্জনক। তার কথায়, ‘এটা ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদ-বিরোধীদের চলতি লড়াইয়ের প্রকাশ। মুসলিমেরা ফ্যাসিস্টদের প্রথম সারির শত্রুর মধ্যে পড়েন।’ অরুন্ধতীর কথায়, ‘দুই সম্প্রদায়ের মানুষের একাংশ ভয়ঙ্কর নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। আবার একাংশ পরিচয় দিয়েছেন অবিশ্বাস্য সাহস ও দয়ার। কিন্তু এটা মানতেই হবে যে ফ্যাসিস্ট রাষ্ট্রের মদদপুষ্ট জয় শ্রীরাম ধ্বনি দেয়া জনতাই প্রথম হামলা চালিয়েছিল। পুলিশ নিষ্ক্রিয় থেকেছে বা অনেক ক্ষেত্রে অগ্নিসংযোগে সাহায্য করেছে। মারধর করেছে রাস্তায় পড়ে থাকা যুবকদের। আমরাজানি সেই যুবকদের মধ্যে একজন মারা গিয়েছেন। হিংসায় নিহত বা ক্ষতিগ্রস্ত হিন্দু-মুসলিম সকলেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের শিকার।’
×