ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপার টুয়েসডেতে এক সঙ্গে ১৪ অঙ্গরাজ্যে প্রাইমারি

এগিয়ে স্যান্ডার্স ও বাইডেন

প্রকাশিত: ০৮:৫৯, ৩ মার্চ ২০২০

এগিয়ে স্যান্ডার্স ও বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ে আজ সুপার টুয়েসডে। এক সঙ্গে ১৪ অঙ্গরাজ্যে প্রাইমারি। এতে ব্যয় হবে ৫০ কোটি ডলার। নিউইয়র্কের সাবেক মেয়র মাইক ব্লুমবার্গ সুপার টুইসডের জন্য রাজ্যগুলোতে এবং তার বাইরেও বিজ্ঞাপনে বিপুল অর্থ ব্যয় করেছেন। তার দুটি বিতর্কিত বিতর্ক তার সম্ভাবনাকে দমিয়ে দিতে পারে। তবে স্যান্ডার্সকে থামানোর প্রত্যাশায় বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী যখন ঝুঁকির মধ্যে পড়েছেন তখন তিনি সবচেয়ে বেশি ব্যয় করে প্রাথমিক প্রক্রিয়াটিকে নতুন করে লেখার চেষ্টা করছেন। তিনি প্রথম চারটি রাজ্যের ভোটাভুটিকে পুরোপুরি বাদ দিয়েছেন। এপি ও সিএনএন। ১৯৮৪ সাল থেকে সুপার টুয়েসডে প্রক্রিয়া শুরু হয়। এ বছরের সুপার টুয়েসডেতে রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের সঙ্গে দেশের সমস্ত অঞ্চল থেকে বেশ কয়েকটি দোদুল্যমান রাজ্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রতিযোগিতায় সবচেয়ে উদার প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স কি বিজয়ী হবেন বা শক্তিশালী অথবা আরও মধ্যপন্থী প্রতিযোগীদের আবির্ভাব হবে? একটি জিনিস নিশ্চিত। সুপার টুয়েসডের প্রচারটি খুচরা থেকে পাইকারিতে স্থানান্তরিত হয়। টেলিভিশন বিজ্ঞাপনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এমন এক দিন যখন নগদ ছাড়াই প্রতিযোগিতা করা অত্যন্ত কঠিন হয়ে উঠে এবং এটি সাধারণত মনোনয়নের পথে প্রার্থীকে সেট করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। এই বছর ১৯৮৮ এর প্রতিধ্বনি দেখা যাচ্ছে। মধ্যপন্থী প্রার্থীদের একটি দল স্যান্ডার্সের উত্থানকে কমাতে চেষ্টা করেছিল, যিনি নিউ হ্যাম্পশায়ার এবং নেভাডায় জিতেছিলেন এবং আইওয়াতে সমান অবস্থায় থেকে শেষ করেছেন। জো বাইডেনের নির্ধারিত সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে জয় প্রতিযোগিতায় প্রভাব ফেলবে, তবে স্যান্ডার্স এখনও মঙ্গলবারের প্রতিযোগিতায় সেরা-পদস্থ প্রার্থী হিসেবে প্রবেশ করবেন। এদিন নিম্নলিখিত রাজ্যগুলোর প্রাইমারি থেকে মোট প্রতিনিধিদের এক তৃতীয়াংশেরও বেশি অংশীদার হবেন। রাজ্যগুলো হচ্ছে- আলাবামা, আরকানসাস, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, মেইন, ম্যাসাচুসেটস, ভার্মন্ট, উটাহ এবং কলোরাডো। স্যান্ডার্স উটাহ বাদে প্রতিটি সুপার টুয়েসডে রাজ্যে টেলিভিশন বিজ্ঞাপন চালিয়েছেন। তবে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে ব্লুমবার্গ তার থেকে ১০ গুন বেশি ব্যয় করেছে। এই দুটি রাজ্যে রয়েছে সবচেয়ে বেশি ডেলিগেট। ক্যালিফোর্নিয়ায় স্যান্ডার্স আগ্রাসীভাবে প্রচার চালিয়েছে এবং একে প্রথম ৫ রাজ্যের অন্যতম বলে অভিহিত করেছেন। তিনি এখানে বিজয় এবং এর ডেলিগেটদের নিজের পক্ষে রাখার প্রত্যাশা করছেন। এদিকে শনিবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জয়ী হয়েছেন। সেখানে পরাজিত হয়েছেন দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার এবং নেভাডায় পরাজয়ের পর সাউথ ক্যারোলিনাতে জয় পান বাইডেন। ব্যাপক প্রচারের মাধ্যমে বার্নি স্যান্ডার্সের সঙ্গে ভোটের ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হন তিনি। সাউথ ক্যারোলিনাতে সবচেয়ে বেশি ভোটার হলেন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনী। এ কারণে জো বাইডেন বেশি সুবিধা পেয়েছেন। কারণ, তিনি আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনীদের মধ্যে বেশ জনপ্রিয়। এর আগে ২২ ফেব্রুয়ারি নেভাডা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে বড় জয় পান ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। টানা তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য প্রাইমারি ডেলিগেট ভোট সংগ্রহে নেমেছেন জো বাইডেন। সাউথ ক্যারোলিনা বিজয়ের পর তিনি গণমাধ্যমকে বলেছেন, কয়েক দিন আগেই সাংবাদিক ও বিশ্লেষকরা বলেছিলেন তার জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। কিন্তু তিনি ডেমোক্র্যাটিক দলের প্রাণকেন্দ্র সাউথ ক্যারোলিনায় জয় পেয়েছেন, এ জয়ের ধারা অব্যাহত থাকবে।
×