ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্পীকারের দিল্লী সফর বাতিল

প্রকাশিত: ১২:১০, ২ মার্চ ২০২০

স্পীকারের দিল্লী সফর বাতিল

জনকণ্ঠ ডেস্ক ॥ নির্ধারিত দিল্লী সফর বাতিল করেছেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী। সফর শুরুর আগের দিন রবিবার তা বাতিলের কারণ হিসাবে মুজিববর্ষের আয়োজন নিয়ে স্পীকারের ব্যস্ততার কথা বলছেন জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। খবর বিডিনিউজের। সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ বলেন, ভারতীয় লোকসভার স্পীকারের আমন্ত্রণে নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে দিল্লী যাওয়ার কথা ছিল স্পীকারের। মুজিববর্ষ উদ্যাপন নিয়ে কর্মব্যস্ততার কারণে প্রোগ্রাম রি-সিডিউল করা হয়েছে। সংসদীয় দলের প্রতিনিধিদের নিয়ে ২৬ মার্চের পরে যে কোন সময়ে নতুন করে সফরের দিনক্ষণ ঠিক করা হতে পারে। ভারতের লোকসভা ও রাজ্যসভার স্পীকারের আমন্ত্রণে ২ থেকে ৬ মার্চ দিল্লী সফরের কথা ছিল স্পীকার শিরিন শারমিন চৌধুরীর। সফরে প্রতিনিধিদের নিয়ে ভারতীয় সংসদের উভয় কক্ষ পরিদর্শনের কথা ছিল তার। এর আগে নাগরিকত্ব বিল নিয়ে বিক্ষোভ-বিতর্কের মধ্যে গত জানুয়ারিতে ভারত সফর বাতিল করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
×