ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে যাত্রীর জুতার ভেতর থেকে দেড় কেজি সোনা উদ্ধার

প্রকাশিত: ১১:০৯, ২ মার্চ ২০২০

 শাহজালালে যাত্রীর জুতার ভেতর থেকে দেড় কেজি সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১৫টি সোনার বার উদ্ধার করেছে এভসেকের এক সদস্য। উদ্ধারকৃত সোনার বারের ওজন প্রায় দেড় কেজি। রবিবার বেলা ১১টায় কাস্টমস গোয়েন্দা, সি-শিফটের এয়ারপোর্ট সিকিউরিটি (এভসেক) সদস্য কর্পোরাল মোস্তাফিজ বহির্গমন বোর্ডিং ব্রিজ-১১ এর চেকিং পয়েন্টে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে এ সোনা উদ্ধার করেন। তাৎক্ষণিক ওই যাত্রীকে আটক করা হয়। এ বিষয়ে এভসেক পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান জানান, ঢাকা থেকে কলকাতাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং-বিএস ২০১) যাত্রী মোঃ পাশার চলাচলে সন্দেহ হলে যাত্রীর বহনকৃত ব্যাগ ও দেহ তল্লাশি করেন কর্পোরাল মোস্তাফিজুর রহমান। এ সময় জুতার ভেতর থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। পরে দেহ তল্লাশি করে পকেট থেকে আরও একটি স্বর্ণবার অর্থাৎ মোট ১৫টি বার উদ্ধার করা হয়। যার ওজন দেড় কেজি। উদ্ধার সোনার বাজার মূল্য ৭৫ লাখ টাকা। তার বিরুদ্ধে সংশিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
×