ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গীর পর পরই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:০৮, ২ মার্চ ২০২০

 জঙ্গীর পর পরই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতা, মেহেরপুর, ১ মার্চ ॥ মাদকের ডিমান্ড কমাতে পারলেই সাপ্লাই কমে যাবে। সেই পথেই হাঁটছে সরকার। কারণ মাদক নিয়ন্ত্রণ করতে না পারলেই তরুণরা পথভ্রষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও বলেন, জঙ্গীর পর পরই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক। তাই যে কোন মূল্যেই তা প্রতিরোধ করতে হবে। তিনটি পদ্ধতি অবলম্বন করে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। মাদক নিয়ন্ত্রণে জনগণ, সমাজপতি থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করছে সরকার। রবিবার বিকেলে মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
×