ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর ১৪ দিন

প্রকাশিত: ১১:০৬, ২ মার্চ ২০২০

  আর ১৪ দিন

স্টাফ রিপোর্টার ॥ ক্ষণগণনা শেষ হয়ে আসছে। আর মাত্র ১৪ দিনের অপেক্ষা। এর পরই মুজিববর্ষ। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত চলবে উৎসব অনুষ্ঠান। শুধু দেশে নয়, মুজিবর্ষের আয়োজন থাকবে বিদেশেও। এরই মাঝে চূড়ান্ত করা হয়েছে এ ধরনের বেশ কিছু কর্মসূচী। জানা যাচ্ছে, ভারতের কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন বছরব্যাপী নানা কর্মসূচী পালন করবে। এর অংশ হিসেবে রবিবার উপ-হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। জানা যায়, ১৭ মার্চ কলকাতার রবীন্দ্র সদনে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর আগে বঙ্গবন্ধুর ছাত্রাবস্থায় স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শুরু হবে বছরব্যাপী নানা অনুষ্ঠান। স্মরণ করিয়ে দেয়া যেতে পারে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে বড় ভূমিকা ছিল মিশনটির। ওখান থেকেই বাংলাদেশের প্রথম সরকার পরিচালিত হয়। এদিকে, ভারতের ত্রিপুরা, মেঘালয়, অসম ও শিলংয়ে নাগরিক মিলনমেলা আয়োজনের পরিকল্পনা এগিয়ে চলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। মুজিববর্ষে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সৈনিক পরিবারের সদস্যদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। জানা যায়, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর প্রায় ৩ হাজার ৯০০ সৈন্য শহীদ হন। আহত হন ৯৮৫১ জন। আরেকটি হিসাব মতে, নিহতের সংখ্যা ১৯৮০। এত বেশি সংখ্যক সৈন্য প্রাণ দিলেও তাদের অবদানের তেমন স্বীকৃতি নেই। চোখে পড়ে না। এ অবস্থায় বর্তমান সরকার মুক্তিযুদ্ধে অংশ নেয়া বন্ধুদের কয়েক দফায় সম্মাননা জানায়। এবার মুজিববর্ষে আমন্ত্রণ জানানো হবে শহীদ পরিবারগুলোর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সৈন্যদের পরিবারের সদস্যদের দেখানো হবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর।
×