ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের বাড়তি সতর্কতার পরামর্শ দিলেন ডা. ফ্লোরা

প্রকাশিত: ১১:০৩, ২ মার্চ ২০২০

 করোনা আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের বাড়তি সতর্কতার পরামর্শ দিলেন ডা. ফ্লোরা

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত দেশ থেকে আগত যাত্রীদের বাংলাদেশে আগমনের সময় থেকেই বাড়তি সতর্কতার ওপর জোর দিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগী নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আক্রান্ত দেশ থেকে আসার পর থেকে পরবর্তী ১৪ দিন এয়ারপোর্ট থেকে বাসায় যাবার পথে গাড়িতে মাস্ক পরবেন। সম্ভব হলে গণপরিবহনের ব্যবহার না করে নিজস্ব পরিবহন ব্যবহার করুন এবং পরিবহনের জানালা খোলা রাখুন। পরিচালক আরও বলেন, আবশ্যিকভাবে বাড়িতেই থাকুন। জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকুন। বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকতে মাস্ক ব্যবহার করুন। নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে দুই হাত ধুয়ে নিন। অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না। শারীরিক অসুস্থতা (জ¦র, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি) দেখা দিলে আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগ করতে হবে। রবিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত নিয়মিতভাবে অবহিতকরণ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর উপস্থিত ছিলেন। অধ্যাপক ডাঃ সেব্রিনা ফ্লোরা আরও জানান, সিঙ্গাপুরে বর্তমানে ৩ জন বাংলাদেশের নাগরিক করোনাভাইরাস সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন এবং তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে একজন ও সিঙ্গাপুরে তিনজন ছাড়া বিশ্বের অন্য কোন দেশে বর্তমানে কোন বাংলাদেশী নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত নন। উহান থেকে আগত ২৩ বাংলাদেশী নাগরিক দিল্লী শহর থেকে ৪০ মাইল দূরে একটি কোয়ারেন্টিনে আছেন। সংক্রমণ সংক্রান্ত বিভ্রান্তির বিষয়ে উল্লেখ করে আইইডিসিআর-এর পরিচালক বলেন, রবিবার করোনাভাইরাস সন্দেহজনক লক্ষণযুক্ত একজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক করোনাভাইরাস আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত কারও নমুনাতে করোনাভাইরাস পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দরসমূহ, সমুদ্র বন্দরমূহ, স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
×